আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১: গর্ভবতী মায়েরা কি হজ্ব বা উমরা করতে পারবে?করতে পারলে নিয়ম-কানুন টা কেমন হবে? আর যাদের বাচ্চা হয়েছে তারা কত মাস পর হজ্ব বা উমরা করতে পারবে?
২:কেউ অন্যের জন্য উমরা করলে , সে কি সোয়াব পাবে?আর যে অন্যের জন্য উমরা করছে সে কি নিজের জন্য দোয়া করতে পারবে ?নাকি যার জন্য উমরা করছে শুধু তার হয়ে বা তার জন্য দোয়া করবে ?
৩: একজন পুরুষ যদি ২/৩টা উমরা করতে চায়, সঠিক নিয়ম অনুযায়ী,,,, তাহলে তার চুল কাটার বিধান টা কেমন হবে?যদি একবার এএ পুরা চুল কেটে ফেল্লে , তাহলে বাকি ১/২বার উমরা করলে চুল কেমন করে কাটবে?
৪: কারোর পক্ষ থেকে বদলি হজ্ব বা উমরা করতে গেলে সে নিজের বা নিজের পরিবার এর জন্য দোয়া করতে পারবে?নাকি যে পাঠাচ্ছে শুধু তার জন্য বা তার হয়ে দোয়া করবে?এক্ষেত্রে যে অন্যের পক্ষ থেকে হজ্ব
বা উমরা করতে গেলে সে কি আল্লাহর কাছ থেকে কোন প্রকার সওয়াব পাবে?বা সওয়াব পাওয়ার আসা করতে পারবে?
৫: হজ্ব বা উমরা করতে যাওয়ার আগে পরিবার এর সবাইকে কি জানাতে হবে ?না জানিয়ে কি যাওয়া যা না? সবার কাছ থেকে নাকি জিগ্যেস করতে হয় কনো দাবি আছে কিনা তার উপরে,,এটা কতোটুকু যৌক্তিক?
৬: উমরা করার সম্পূর্ণ মাসয়ালা টা কি বলা যাবে? কখন কি করতে হয়? কিভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহর সন্তুষ্টির আদায়ের মধ্য দিয়ে উমরা সমর্পণ করা যায়?