১। কিছু মানুষ প্রাণীদের গালি দেয় সেটা দেয়া কি হারাম আর বাকি সব ক্ষেত্রেই কি গালি দেয়া হারাম ? নিম্নে এই হাদিস এ জ্বরকে গালি মাকরূহ বলা হয়েছে এটা কি সঠিক ?
জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) উম্মে সায়েব কিংবা উম্মে মুসাইয়িবের নিকট প্রবেশ ক’রে বললেন, হে উম্মে সায়েব কিংবা উম্মে মুসাইয়িব! তোমার কি হয়েছে যে, থরথর্ করে কাঁপছ?’’ সে বলল, ’জ্বর হয়েছে; আল্লাহ তাতে বরকত না দেন।’ (এ কথা শুনে) তিনি বললেন, ’’জ্বরকে গালি দিও না। জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করে; যেমন হাপর (ও ভাটি) লোহার ময়লা দূর করে ফেলে।
২। এই হাদিস এ আল্লাহ নিজেকে আমিই তো যুগ আর আমিই তো কাল বলেছেন এর দ্বারা কি বুঝানো হয়েছে
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ’’আদম-সন্তান আমাকে কষ্ট দেয়; বলে, ’হায়রে দুর্ভাগা যুগ!’ সুতরাং তোমাদের কেউ যেন অবশ্যই না বলে, ’হায়রে দুর্ভাগা যুগ!’ কারণ, আমিই তো যুগ । তার রাত ও দিনকে আমিই আবর্তন করে থাকি। অতঃপর আমি যখন চাইব তখন উভয়কে নিশ্চল করে দেব।’’
অন্য এক বর্ণনায় আছে, ’’আল্লাহ বলেন, আদম-সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে; সে কাল-কে গালি দেয়। অথচ আমিই তো কাল । আমিই দিবা-রাত্রিকে আবর্তন করে থাকি।’’