السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
১/আমি জানি, অবশ্যই আল্লাহ সর্বোচ্চ ন্যায়পরায়ণ, আল্লাহ কারো ওপর জুলুম করেননা।
।
তবু কৌতুহল বশত জানতে ইচ্ছে হয়, আবু তলেব মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা এত সাহায্য করলেন, কিন্তু মৃত্যুর আগে তিনি মুসলিম হতে পারলেননা। কিন্তু অপরদিকে হিন্দা বিনতে উতবা- আবু সুফিয়ানের স্ত্রী যে কিনা মহানবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামযাহ (রা) এর কলিজা চিবিয়েছিলেন সে হেদায়েত পেয়ে যায়, মুসলিম হয়। একইভাবে ওমর (রা), খালীদ বিন ওয়ালীদ(রা) - যারা মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার চেষ্টা করে তারা এত ভালো মুসলিম হয় যায়।
আমরা বাস্তবেও দেখি কত খারাপ মানুষ হেদায়েত পাওয়ার পর কত্ত ভালো কত্ত ভালো কত্ত ভালো হয়ে যায়। আবার অনেকে হেদায়েত হারায়ে ফেলে বা ভালো সারা জীবন থাকলে মৃত্যুর সময় মুসলিম থাকেনা বা পাপী হয়ে মারা যায়।
।
এরকম মূলত কেনো হয়?
২/জান্নাতেও কি মেয়েদের পর্দা করতে হবে?
৩/ এক আপু বলেন সে জান্নাতে মহানবী (সা) এর হাত ধরে বৃষ্টিতে ভিজতে চান- এটা কি সম্ভব? মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনোই দুনিয়ায় কোনো পর নারীকে স্পর্শ করেননি।
৪/ কেউ যদি মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আব্বা বলেন এবং জান্নাতে তার মেয়ে হিসেবে স্নেহ পেতে চান- এটা চাওয়া কি গুনাহ?
৫/মুসলমান হয়ে জন্মানোর পরও কি কারো থেকে বাইয়াত নেওয়া জরুরি?
৬/আমাদের দেশে বাসে প্রচুর পুরুষ মানুষের ধাক্কা খেত হয়, ক) এক্ষেত্রে হায়া একদম চলে যাচ্ছে, ক)এ থেকে বাচার উপায় কি? খ)সামর্থ থাকলে এ থেকে বাচতে কেউ যদি মেয়ে হয়ে বোরকা পরে স্কুটি চালিয়ে মেইন রোডে চলাচল করে, তবে তার গুনাহ হবে?
৭/জেনারেলে পরার কারণে অনলাইন থেকে ইসলামের ইলম অর্জন করছি। কিন্তু মনে সন্দেহ হচ্ছে, ক) আদও কি অনলাইন থেকে পরিপূর্ণ ইলম অর্জন সম্ভব, অনলাইনে কি ওস্তাজার সহবত পাওয়া সম্ভব? খ) ওস্তাজা দের সহবত তো পাইনা। ভাইদের জন্য তুলনামূলক সহজ ওস্তাদদের সহবত পাওয়া। কিন্তু আমরা মেয়েরা কিভাবে পাবো? খুঁজে পাবো কিভাবে অফলাইনে?
৮/ গ্রামে এলাকায় যে ড্রেজার মেশিনে জমি কিনে অথবা ভাড়া নিয়ে যে মাটি কাটার, মাটি বিক্রির, ভরাটের ব্যাবসা করা হয় - এটা কি হালাল?
.
জাঝাকুমুল্লাহু খইর।