ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ اتَّبَعَتۡهُمۡ ذُرِّیَّتُهُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّیَّتَهُمۡ وَ مَاۤ اَلَتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا کَسَبَ رَهِیۡنٌ ﴿۲۱﴾
আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। (সূরা তুর-২১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/54213
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)মৃত্যু পরবর্তী স্বামী স্ত্রীর সম্পর্ক বাকী থাকে না।(হ্যা, বিশেষ কিছু ক্ষেত্র অন্যতম) স্বামী যদি অল্প বয়সে স্ত্রী এবং নয়মাসের শিশুপুত্র রেখে মারা যায় এবং স্ত্রী যদি আমৃত্যু আর বিবাহ না করে,তাহলে ঐ নারীর জন্য এমনটা করা উচিৎ হবে না। কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
(২) মৃত স্বামীকে কাফনের কাপড় পরানোর পর স্ত্রী স্পর্শ করতে পারবে। স্পর্শ করলে মৃত ব্যক্তির গুনাহ হবে না।
(৩) মৃত স্বামীর কবর স্ত্রী জিয়ারত করতে পারবে।