আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
বিশ্ববিদ্যালয়ে উঠার পরে এক ভালো ইসলামিক মাইন্ডেড ছেলেকে পছন্দ হওয়ার পরপরই আমরা নিজেদের বাসায় জানিয়ে দেই ফিতনার ভয়ে। দুই ফ্যামিলিই কম বেশি রাজি থাকার সত্তেও বাসা থেকে তখন বিয়ে দিতে রাজি হয়না গ্র্যাজুয়েশন শেষ করার আগে। ওর ফ্যামিলি রাজি থাকলেও আমার মা পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা জানিয়ে দিয়েছেন। বেশ কয়েকবার বাসায় বলার সত্তেও আমার বাবা আমার মা রাজি না হলে বিয়ে দিবেন না এখন যার কারণে শেষে কাউকে না জানিয়ে আমরা বিয়ে করে রেখেছি কাজি অফিসে গিয়ে এবং এ ব্যপার হানাফি মাজহাব থেকে রেফারেন্স পেয়ে করেছি। আমাদের মেইন উদ্দশ্য ছিলো সম্পর্ক হালাল করা। এখন আমার প্রশ্ন হলো আমাদের বিয়ে টা জায়েজ হয়েছে কিনা?