নামাজে খুশু খুজু ধরে রাখা মুস্তাহাব।
খুশু খুজু না থাকলে উক্ত নামাজ মাকরুহে তানযিহি হবে।
আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
إنَّ رَسُولَ اللهِ صلى الله عليه و سلم كانَ إِذَا صَلَّى، طَأْطَأَ رَأْسَهُ وَرَمَى بِبَصَرِهِ نَحْوَ الأَرْضِ
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন মাথাটা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি নিক্ষেপ করতেন জমিনের দিকে”।
[মুসতাদরাক হাকেম, হাদিস নং ১/৪৭৯। ]
অপর এক হাদিসে বর্ণিত,
دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ مَا خَلَفَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ حَتَّى خَرَجَ مِنْهَا
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা‘বা ঘরে প্রবেশ করেন, বের না হওয়া পর্যন্ত তার দৃষ্টি সেজদার স্থান হতে অন্য দিকে ফেরান নি”।
[এ ইমাম হাকেম মুস্তাদরাকে বর্ণনা করেন]
وَكَذَا صَرَّحَ فِي الْأَشْبَاهِ أَنَّ الْخُشُوعَ فِي الصَّلَاةِ مُسْتَحَبٌّ. وَالظَّاهِرُ مِنْ هَذَا أَنَّ الْكَرَاهَةَ هُنَا تَنْزِيهِيَّةٌ فَافْهَمْ (رد المحتار، كتاب الصلاة، باب ما يفسد الصلاة وما يكره فيها-1/654،
সারমর্ম
নিঃসন্দেহে নামাজের মধ্যে খুশু খুজু মুস্তাহাব,তাই এক্ষেত্রে মাকরুহে তানযিহি হবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন
নামাজ পুরোপুরি কবুল হওয়ার শর্তের মধ্যে চোখের পানিও অন্তর্ভুক্ত নয়।
(আপনি যেই হাদীসের কথা উল্লেখ করেছেন,তাহা কমেন্টে উল্লেখ করলে ভালো হতো।)
(০৩)
কম কথা বলা,এবং অপ্রয়োজনীয় কথা না বলার অভ্যাস গড়ে তুলতে হবে।
এর জন্য প্রাকটিস করতে হবে।
(০৪)
আল্লাহর কাছে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করতে হবে,ভবিষ্যতে গুনাহ না করার প্রতি ওয়াদাবদ্ধ হতে হবে।