আসসালামু আলাইকুম।। আমি যখন ক্লাস ৬,৭ এ পড়তাম সেই ২০১২ সালে তখন একটা ছোট বাচ্চার মা তার সাথে আমাকে নিয়ে মজা করতো। এভাবে বলতো যে দেখো দেখো, রিফাত( বাচ্চার নাম) তোমার ডারলিং আসতেছে। বাচ্চা তখন ভালো করে কথা বলতে পারতো না। ২-৩ বছর হবে বাচ্চার। একটু একটু কথা বলতে পারে।
এখন আমার মনে টেনশন আসতেছে বাচ্চা তো কথা বলতে পারে না, বাচ্চা আমাকে দুষ্টুমি করেও বিয়ের কথা বলতে পারবে না। কিন্তু আমি কি এমন কিছু বলছিলাম কি না এই বাচ্চাকে যে, এই রিফাত আমাকে বিয়ে করো। করবা আমাকে বিয়ে? তখন কি বাচ্চার মা বাচ্চাকে কিছু শিখায় দিয়েছিলো কিনা যে, হ্যা রিফাত বলো - বিয়ে করলাম। এমন হয়েছিল কিনা আমার মনে পড়ে না। এত আগের কথা আমার ভালো করে মনে নেই তখন কি হয়েছিল। কিন্তু আমার বার বার মনের মধ্যে এসব ঘুরতে থাকে। আমার পাগল পাগল লাগে। কারন আমাকে একজন বলেছিল যে, কোনো ছেলে মেয়ে যদি এমন বলে আমাকে বিয়ে করো, আর উত্তরে কেউ যদি বলে আচ্ছা বিয়ে করলাম, তাহলে নাকি আসে পাশের অপরিচিত কোনো মানুষ শুনলেও সাক্ষী হয়ে যায়। আর বিয়ে হয়ে যায়। এটা শুনার পর থেকেই আমি খালি ভাবি আমি কি কোথাও কারো সাথে বিয়ে নিয়ে এমন বলেছিলাম কিনা।
তখন নিজেকে বুঝাই আমি, যে না আমি এভাবে কোনোদিন দুইজন পুরুষ এর সামনে, বাচ্চা(রিফাত) কে এভাবে বিয়ের কথা বলিনি। তখন আমার মনে আবার টেনশন হয়, সেখানে তো একজন পুরুষ ঘরে ছিল, আর ২-৩ জন মহিলা ছিল, যদি এমন আমি বলে থাকি তাহলে তারা কি সাক্ষী হয়ে যাবে?? দয়া করে জানাবেন হুজুর।