আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ফেসবুকের একটি প্রসিদ্ধ গ্রুপ "হানাফী ফিকহ"-এ একজন ব্যক্তির প্রশ্নের জবাবে সেই গ্রুপের সম্মানিত মুফতী শাইখ উত্তর প্রদান করেছেন। প্রশ্নোত্তরটি নিচে দিয়ে দিলাম:
প্রশ্ন:
ভারতে ঘুরতে গিয়ে দেখেছি একই রেস্টুরেন্টে বিভিন্ন রকম তেলে ভাজা জিনিস বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নাম না নিয়ে জবাই করা মুরগি যে তেলে ভাজা হয়, সেই একই তেলে ভাজা মাছ বা সবজির পাকোড়া/চপ খাওয়া যাবে কি?
উত্তর :
যে প্রাণী জবাইয়ে আল্লাহর নাম নেওয়া হয়নি, তা নাপাক। এমন প্রাণীর গোশত তেল দিয়ে ভাজলে সে তেলও নাপাক হয়ে যাবে। সুতরাং সে তেল দিয়ে কোন হালাল জিনিস ভাজলে তাও নাপাক হয়ে যাবে। ঐ খাবার খাওয়া জায়েয নয়।
উত্তর প্রদানে: মুফতী তারিকুল ইসলাম হাফিযাহুল্লাহ
প্রশ্নোত্তরটি এখানেই শেষ। মাস'আলাটি খুব গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আমার ফেসবুক প্রোফাইলে সেটি পোস্ট করি। তখন একজন বোন এই মাসয়ালার ফিকহী দলীল জানতে চেয়েছেন। অর্থাৎ 'কোন্ হাদীস বা ফিকহী উসুল অনুযায়ী উক্ত মাসয়ালা প্রদান করা হয়েছে' ? এই ব্যাপারে সম্মানিত শাইখগণের সাহায্য কামনা করছি।