ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুরুব্বীদের (আম মানুষ, আলেম উলামা বা বুযুর্গ কেউ নন) মধ্যে দেখা যায় তা'লীম নামে বিভিন্ন রকমের তাসবীহ জপে যেমন এত লাখ বার লা ইলাহা ইল্লাল্লাহ সহ আর নানা রকম যিকির। কুরআন হাদীসে সাধারণত সংখ্যা নির্দিষ্ট করে এমন কোনো নিয়ম পদ্ধতি বর্ণিত হয়নি। তবে বুজুর্গানে কেরামদের পরামর্শ অনুযায়ী এমনটা করা যেতে পারে।
(২) মৃত মানুষ মারা গিয়েছেন, এর অর্থ হল, উক্ত মৃত ব্যক্তির জন্য কিছু সদকাহ করা এবং যিনি স্বপ্ন দেখেছেন,তার জীবনের মধ্যে পরিবর্তন আসা।
(৩) একজন মানুষ স্বপ্ন দেখেছেন মৃত মানুষের পোস্ট মর্টেম হচ্ছে, এর অর্থ হল, যিনি স্বপ্ন দেখছেন, তিনি সদকাহ করবেন।এবং নিজের কল্যাণের জন্য দু'আ করবেন।