আসসালামু আলাইকুম আমার স্বামী এবং আমার বিবাহ হয়েছে অক্টোবর ২০২০ সালে,আমাদের বনিবনা না হওয়াতে আমি স্বামীকে একবার আইনত তালাক্ব দেওয়ার চেষ্টা করেছিলাম নোটিশ দিয়েছিলাম কিন্তু ইদ্দত চলাকালীন সময়ে আমি সেই নোটিশ ফিরিয়ে নেই এবং পুনরায় সংসারে ফিরে যায়,কিন্তু তখনো ঝগড়াঝাটি ঝামেলা হওয়াতে একদিন রাগের মাথায় আমার স্বামী বলেছিলেন আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আরেকদিন রাগের মাথায় সে এক বৈঠকে ৩বার ১ তালাক্ব ২ তালাক্ব ৩ তালাক্ব বলেছে পুনরায় আমার সাথে জেদ করে সেই বৈঠকেই ৩তালাক্ব বলেছে,৩-৪মিনিটের মাঝে টোটাল ৬বার তালাক্ব শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু সে ২দিন পরে বলেছিল মন থেকে বলেনি জোরাজোরি ঝগড়াঝাটি তে রাগ হয়ে জেদে বলেছে,কিন্তু তখন আমরা ধরে নিয়েছি যেহেতু মুখে ৩তালাক বলেছে তাহলে তালাক্ব হয়ে গিয়েছে, আমাদের আইনত তালাক্ব হয়েছে অক্টোবর ২৮ ২০২২।১১ মাস হয়ে গিয়েছে আমরা আলাদা থাকি , কোনো যোগাযোগ নেই,আইনত আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে,কিন্তু কিছুদিন আগে বেশ কয়েকজন থেকে শুনলাম যে এক বৈঠকে কখনো ৩ তালাক্ব হয়না এটা নাকি সুরা বাক্বারাহ তেও বলা আছে,এখন আমি জানতে চাই আমাদের কি তালাক্ব হয়ে গিয়েছে???নাকি ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে,থাকলে জানাবেন কীভাবে ফিরে যেতে হবে,আমাদের কি আবার বিয়ে করতে হবে নাকি আমরা পুরোপুরি একজন আরেকজনের জন্য হারাম হয়ে গিয়েছি দয়া করে জানাবেন শায়েখ।