আসসালামু আলাইকুম
১) দুয়া করার সময় এভাবে কি বলা যাবে যে, আল্লাহ আমার দোয়া অলৌকিকভাবে কবুল করে নেন বা আল্লাহ আমি যেন অলৌকিকভাবে দ্রুত সুস্থ হয়ে যাই।
২) দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করার সময় কি এই জিনিসটা মনে মনে চিন্তা করা যাবে যে আল্লাহ আমি দুয়া কবুলের সময় দোয়া করছি আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নিন।
৩) নামাজে সূরা ফাতিহার সাথে যে অন্য একটা সূরা পড়তে হয় সেই সুরার কিছু অংশ তেলাওয়াত করলে কি নামাজ হয়ে যাবে? নাকি পুরো সুরাটাই তিলাওয়াত করতে হবে?
৪) নামাজের সানা না পড়লেও কি হবে?
জাযাকাল্লাহু খাইরান