আসসালমুআলাইকুম উস্তায আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।, এর আগে প্রশ্ন করেছিলাম , উস্তায বিষয় টা জানতে চাই অনুগ্রহ করে উত্তর দিবেন , খুব জরুরী ।
শুধু এইটুকু বলে দিন কোনো তালাক পতিত হবে কিনা।  অনুরোধ করছি শুধু এইটুকু বলে দিন।  আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
১. মুখে কথা না বলে  , স্বামী যদি  আঙুল   দেখাই তাহলে যে সংখ্যা আঙ্গুল দেখাবে সেইসংখ্যায় কি তালাক পতিত হবে??
২. স্বামী যদি আঙুল গুনে মনে মনে তালাক ভাবে তাহলে কি তালাক পতিত হবে??
৩.কোনো স্বামী মুখ খোলা অবস্থায় হা করে  গলা ঝেড়ে কাস ফেলেছে এবং সে সেই সময় তার তালাকের ভাবনা ছিল। সে মুখ খুলে গলাতে শব্দ করে কাস ফেলেছে এবং সে সেই সঙ্গে মনে তালাকের ভাবনা ছিল বা মনে মনে বলছে ।
এক্ষেত্রে কি কোনো তালাক পতিত হবে??