ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম।
০১ দিরহাম=৩.০৬১৮ গ্রাম।
১০*৩.০৬১৮= ৩০.৬১৮ গ্রাম রূপা।অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা।
বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা।
১০(১০*১২০০)দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা।
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এটা হলো প্রত্যেক মহিলার জন্য শরীয়তের পক্ষ্য থেকে সর্বশেষ নির্ধারিত মহর।যাকে শরীয়তের হক বলা হয়ে থাকে।এর চেয়ে কম মহর নির্ধারণ করা যাবে না।সুতরাং বর্তমান হিসেব অনুযায়ী ৩,১৫০ টাকা এর নিম্নে মহর নির্ধারণ করা যাবে না।১০দিরহামের কম মহরের উপর স্ত্রী সন্তুষ্ট থাকলেও শরীয়ত মহিলার উপর মহরে মিছিল ওয়াজিব করবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/6879
মহরে মিছিল সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/12694
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আকদের সময় মহরকে উল্লেখ না করলে কিংবা অনির্দিষ্ট রাখলেও বিয়ে শুদ্ধ হয়ে যায়, যদি সাক্ষীদ্বয় উপস্থিত থাকে। এক্ষেত্রে মহরে মিছিল ওয়াজিব হবে।
আপনারা প্রথমে উভয় পরিবার একত্রিত হয়ে মহরকে সাব্যস্ত করে নিবেন। তারপর লোকসম্মুখে যাই বলেন না কেন, স্বামীর উপর সেই মহরই ওয়াজিব হবে, যা প্রথমে আলোচনা হয়েছিলো। বিয়ের আকদের সময় যেই মহর উল্লেখিত থাকবে, বিয়ের পর স্বামী স্ত্রীর আলোচনার মাধ্যমে সেই মহরে কমবেশ করা যাবে।
সাজানি বাবদ স্ত্রীকে যে শাড়ি, বোরখা, কসমেটিকস ইত্যাদি দেওয়া হবে, সেটাকে মোহর হিসেবে ধরা যাবে যদি স্ত্রী সেটাকে মহর হিসেবে গ্রহণ করে নেয়।