১. মা ভাড়া থাকে সেই বাসায় ঢাকা থেকে খুলনা গ্রামে আসলে চার মাস থাকার নিয়তে আসলে কসর হবে সালাত?
২. ঝগড়ার সময় স্ত্রী র মা স্বামী কে ফোনে বললো আমার মেয়েকে পাঠায় দাও তুমি কাগজ রেডি করো স্বামী বললো আচ্ছা ঠিকআছে বা শুধু আচ্ছা কাগজ বলতে তালাকের কাগজ এর নিয়ত হলে কি তালাক হবে? স্বামী র তালাকের নিয়ত নাই। স্ত্রী র তালাকের অধিকার নেই।
৩. স্বামী প্রথমে বললো আমি কাগজ রেডি করবো স্ত্রী বললো আচ্ছা তারপর স্ত্রী বললো রেগে আপনি কাগজ রেডি করেন স্বামী বললো আচ্ছা এতে কি তালাক হয়?
৪. স্ত্রী মা আর তার মেয়ের শাশুড়ী কে বললো ঝগড়া ভাল লাগে না মেয়েকে নিয়েই আসি আপা এটা যদি স্ত্রী র মায়ের তালাকের নিয়ত থাকলেও কি তালাক হবে?
৫. স্ত্রী মা তালাকের নিয়তে মেয়ের শাশুড়ী যে কোন কিছু বা যাই বলুক না কেন এতে কি তালাক হবে? স্ত্রী র তালাকের অধিকার নেই।
৬. স্ত্রী তালাক চায় না মায়ের এমন কথা রেগে গিয়ে বলছে তুমি ঠিক করে বলো কি কি বলছিলা আমার শাশুড়ী কে তালাক হয়ে যায় কি না আমি প্রশ্ন করবো। আসলে মা ৪ নং কথা বলে নাই কিন্তু মেয়ের সামনে ভুল করে বলছে বলছি। মেয়ে মাকে গালি দিছে বলছে তালাক হয়ে গেলে কি করবা বেশ্যা হবো আমি যাও খদ্দের নিয়ে আসো এমন কথা গুনাহ হয় কিন্তু অন্য কোন সম্যসা কি হবে সংসারে যেমন তালাক?