আমি একজন সিএ( চার্টার্ড একাউন্টেন্ট ) অধ্যয়নরত ছাএ | সিএ পড়ার জন্য , বাধ্যতামূলকভাবে সিএ ফার্মের অধীনে চুক্তিবদ্ধ হয়ে ৩ বছর প্রশিক্ষণের জন্য একজন ছাএকে বিভিন্ন প্রতিষ্টানের ভ্যাট, হিসাব লিপিবদ্ধকরণ ও পরীক্ষ নিরীক্ষা করা, অডিটিং ইত্যাদি কাজ করতে হয় |
* প্রশ্ন :-
১. অডিটিং এর কাজগুলো কি হালাল ?
২. এমতাবস্থায় , ফার্ম থেকে যদি আমাকে কোন সুদী প্রতিষ্ঠানের অডিটিং এর জন্য পাঠানো হলে , এই কাজ বাবদ প্রাপ্ত টাকা বাদ দিয়ে বেতনের বাকি টাকা আমি গ্রহণ করতে পারব ?
∆ এই অবস্থায় হালাল- হারাম সম্পর্কে আমার জন্য করণীয় কি তা নসীহা করবেন.....