আসসালামু আলাইকুম।
বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে পোস্ট অফিস / ডাকঘরে কয়েকটি স্কিম আছে। অনেকেই একক ও যৌথভাবে সঞ্চয়পত্র কিনে রাখে। উদাহরণস্বরূপ, ব্যক্তি ১০ লাখ টাকা রাখলে, সরকার প্রতি মাসে ৮/৯ হাজার টাকা করে দেয়।
একজন ব্যাক্তির কাছে শুনেছি, সরকার, জনগণের এই টাকা দিয়ে দেশের নানান ধরনের উন্নয়নের কাজে ব্যয় করে। পরোক্ষভাবে, ব্যক্তি দেশের উন্নয়নে ও দেশ চালনায়ই উপকার করছে। উনার বক্তব্য, আজকে যদি সবাই এই সঞ্চয়পত্রে টাকা রাখা বন্ধ করে দেয়, তবে দেশেরই লস।
এখন, আমার এক আত্বীয় (মহিলা), উনার কথা গুলো শুনেছেন। উক্ত মহিলা অর্থনৈতিকভাবে খুবই অভাবে আছেন। উনার স্বামী নেই, সন্তানেও (মেয়ে) ইনকাম নেই। বয়স্ক মানুষ মাঝে মাঝে ওষুধ কিনারও টাকা কমতি হয়।
বলা চলে, কিছুটা উপায়ন্তর না পেয়েই, উনি দেশের উন্নয়নের নিয়তে ডাকঘরে কি এই সঞ্চয়পত্রে অল্প কিছু টাকা বিনিয়োগ করে মাসে মাসে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা?
জাযাকাল্লাহ খইরন।