আসসালামু আলাইকুম।
আমি এই প্রশ্নটি আগেও করেছি কিন্তু কিছু কথা লেখা হয়নি তাই আবারো করছি। দয়া করে সম্পূর্ণ প্রশ্ন পড়ে উত্তর দিবেন।
স্বামী ছিল স্বামীর বাসায় আর বউ ছিল বাপের বাসায়। স্বামী স্ত্রী তিন মাস+ বিয়ে হয়েছে। তাদের মধ্যে নির্জনবাস ও হয়েছে অনেকবার।
★ফোন কলে স্বামীর সাথে কিছু বিষয় নিয়ে ঝগড়া লেগেছে। তার বউ কে বললো তুমি তোমার বোন কে
একটি কথা বলেছো।এর মধ্যে বোনকে এটা বলছি হেনতেন কথা হয় দুজনের মধ্যে। বউ বললো আমি এমন
কথা বলি নি আমি আমার বোন জিজ্ঞাস করবো।★স্বামী বললো যদি তুমি বলো আমি তালাক দিয়ে দিমু।
তখন যদি তার বউ তার বোনের নাম ধরে ডাক দিল কিন্তু যে কথাটি তার স্বামী বলেছে সে তার বোনকে
বলেনি শুধু নাম ধরে ডাক দিয়েছে। তখন তার স্বামি
হঠাৎ করে বলে ফেললো দিসি,দিসি,দিসি(৩ টা বার দিসি উচ্চারণ করেছে)
★কিন্তু কি দিসি সেইটা উচ্চারণ করে নাই। তার বউ বললো তালাক হয়নি তখন তার স্বামী বললো হয়েছে। শুধু দিসি বলছে তালাক শব্দ বলে নি। দিসি বলার আগে তালাক মুখে বলে নি আর নিয়ত ও করে নি। তালাক কি হয়েছে? দিসি বলার আগে তো তালাক উচ্চারণ করে নাই তাহলে কি ১ তালাক পতিত হবে নাকি ৩ তালাক?
বা কোন তালাক কি হয় নি ?