আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
248 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শাইখ। কুরআন হাদীস অনুযায়ী আমরা জানি যে, মিউজিক স্পষ্টভাবে হারাম।
https://ifatwa.info/81884/?show=81890#a81890

উপরোক্ত ফাতওয়াতেও মিউজিক বা বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম বলা হয়েছে।
কিন্তু অনেককে প্রায় সময় বলতে শুনি যে, মালিকী মাযহাবে নাকি মিউজিক শোনার ব্যাপারটাকে জায়েয বলা হয়েছে। মালিকী মাযহাবের ফকীহদের মুতামাদ বা অফিসিয়াল মত অনুসারে নাকি মিউজিক শোনার ক্ষেত্রে শিথিলতা আছে।
এই কথাটা কতটুকু সত্য? মালিকী মাযহাবে আসলে মিউজিকের ব্যাপারে কী বলা আছে? ইমাম মালিক রহ: এর অবস্থান কী এক্ষেত্রে?

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গান নিয়ে হালাল হারাম আলোচনায় দু'টি বিষয় লক্ষণীয় যথা-
(ক) খালি গলায় গান/সঙ্গিত গাওয়া জায়েয কি না? 
এ সম্পর্কে উলামাদের কিছুটা মতপার্থক্য রয়েছে। যাকে আরবীতে তারান্নুম বলা হয়ে থাকে।

(খ)
মিউজিক ব্যবহার করে গান গাওয়া জায়েয কি না?
এ সম্পর্কে চার মাযহাবের সকল ইমামগণ নাজায়েযের ফাতাওয়া প্রদাণ করেছেন।

মিউজিক এবং হানাফি মাযহাব
أن الإمام أبا حنيفة يكره الغناء ويجعله من الذنوب وكذلك مذهب أهل الكوفة [روح المعانی: 11/69]
ইমাম আবু হানিফা রাহ, গান বাজানো মাকরুহে তাহরিমি বা হারাম বলে অভিহিত করেছেন। এবং এটাকে গোনাহ আখ্যায়িত করেছেন। এবং এটাই কুফাবাসীদের মাযহাব।
وَالْمُذْهَبُ حُرْمَتُهُ مُطْلَقًا…وَلَا تُقْبَلُ شَهَادَةُ مَنْ يَسْمَعُ الْغِنَاءَ أَوْ يَجْلِسُ مَجْلِسَ الْغِنَاءِ [الدر المختار و حاشیۃ ابن عابدین: 5/482]۔
হানাফি মাযহাবে গান বাজানো সাধারণত হারাম।যে ব্যক্তি গান শুনবে,বা গানের আসরে বসবে, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।

মিউজিক এবং মালিকি মাযহাব
 عن إسحاق بن عيسى الطباع قال: سألت مالك بن أنس عما يترخص فيه أهل المدينة من الغناء؟ فقال: إنما يفعله عندنا الفـُسـّـاق [الأمر بالمعروف والنهي عن المنكر للخلال: ص142]۔ 
ইমাম মালিক রাহ, এর কাছে জিজ্ঞাসা করা হল, মদীনা বাসী কি গানকে বৈধ মনে করেন? ইমাম মালিক রাহ প্রতি উত্তরে বললেন, আমাদের দৃষ্টিতে এটা ফাসিদকের কাজ।

মিউজিক এবং শাফেয়ী মাযহাব
وقال الإمام الشافعي: إن الغناء لهو مكروه يشبه الباطل، ومـن استكثر منه فهو سفيه ترد شهادته [الام: 6/209]
ইমাম শাফেয়ী রাহ বলেন, গান বাহানো অনর্থক কাজের মধ্যে শামিল। যে ব্যক্তি গানে আসক্ত হবে,তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না।


মিউজিক এবং হাম্বলি মাযহাব
عن عبد الله بن أحمد بن حنبل قال: سألت أبي عن الغناء فقال: الغناء ينبت النفاق في القلب لا يعجبني [الأمر بالمعروف والنهي عن المنكر للخلال: ص142]
ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ রাহ বলেন, আমি আমার পিতাকে গান সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি প্রতি উত্তরে বলেন,গান অন্তরে নেফাকি সৃষ্টি করে, এটা আমার পছন্দ নয়।

মোটকথাঃ-
মিউজিক সহ গান কুরআন সুন্নাহর দৃষ্টিতে নাজায়েয ও হারাম। এবং সম্পর্কে চার মাযহাব একমত।(ইসলাম এবং মিউজিক-২৫, লিখক মু্ফতি শফি রাহ)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...