আসসালমুআলাইকুম উস্তায, মুফতি এমাদুল হুজুর এর পরামর্শ পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি, উস্তায আমি কিছু ঘটনা বর্ণনা করছি দয়া করে জানাবেন এক্ষেত্রে কি কোনো তালাক পতিত হবে??
উস্তায plz আপনি আমাকে শুধু এইটুকু জানিয়ে দিন কোনো তালাক পতিত হবে নাকি??? উস্তায অনুরোধ করছি শুধু এইটুকু বলে দিন কোনো তালাক হবে নাকি??
১.বিষয় হলো স্বামী টাকা গুনছিল খুচরো টাকা, দিয়ে গুনতে গুনতে একবার ৭৯ টাকা হয়েছে দিয়ে সে যখন ৭৯ বলেছে মুখে উচ্চরণ করে তখন তার মনে মনে হঠাৎ তালাকের ভাবনা চলে আসে। স্ত্রী কে কোনো উদ্দেশ্য করেনি। টাকা গুনতে গুনতে হটাৎ তার মনে তালাকের ভাবনা চলে আসে কিছুক্ষন পর আবার টাকা গুনছিল দিয়ে যখন ৩ টাকা পর্যন্ত গুনছিল তখন তিন বলে গুনছিল , হঠাৎ দিয়ে তার তালাকের ভাবনা চলে আসে। তখন বিষয় টা কে গুরুত্ব না দিয়ে এড়িয়ে জাই।
তার কিছুক্ষন পর মনে হলো বিষয় টা কি হলো সেই ভেবে দেখার জন্য এমনি এক, দুই , পর্যন্ত মুখে উচ্চরণ করে গুনছিল( স্ত্রী কে উদ্দেশ্য করে কোনো সংখ্যা বলনি) এমনি বিষয় টা কি হলো সেই টা দেখার জন্য সংখ্যা গুনছিল। , এবং মনে মনে তালাকের ভাবনা হয় , বা মনে মনে তালাক বলা হয়, কিন্তু যখন এক দুই করে নম্বর গুনেছিলো তখন তালাকের কোনো উদ্দেশ্য ছিল না । , এক্ষেত্রে কি তালাক পতিত হবে??
২. মনে মনে তালাকের ভাবনা হচ্ছে, তার পর মুখে "ok"
শব্দ টা বললে কি তালাক হবে? অন্য কিছু উচ্চরণ করেনি।
৩. টাকার কাউন্টার এ টাকার হিসেব লিখতে গিয়ে যখনই কোনো সংখ্যা লিখা হচ্ছে, তখনি মনে মনে তালাক এর ভাবনা চলে আসছে, এক্ষেত্রে কি কোনো তালাক হবে??
৪. কোনো একটা বাক্য লিখতে গিয়ে টাইপিং মিসটেক করে তালাক শব্দ টা লিখা হয়ে গিয়ে, মনে হচ্ছে কোনো শর্ত তালাকের বাক্য মনে হচ্ছে, আসলে কিন্তু সেই রকম ভেবে লিখা হয়নি, টাইপিং মিসটেক এর পরে লেখা দেখে মনে মনে এমন ভাবনা হচ্ছে, এর জন্য কি কোনো সর্ত তালাক হবে??
*** উস্তায আমার আপনার কাছে বিনীত নিবেদন আমাকে শুধু এইটুকু জানাবেন কোনো তালাক হবে নাকি??