আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হচ্ছে
বিয়ের পর থেকেই স্বামী সবসময় তার স্ত্রীকে বলে আসছিল যে, সে তার স্ত্রীকে তালাক নেয়ার অধিকার দেয়নি। কিন্তু তবুও স্ত্রী বারবার ঘুরেফিরে একই প্রশ্ন করতো যে অধিকার দিয়েছে কিনা সেই বিষয়ে? এতে করে একপর্যায়ে স্বামী যদি বিরক্ত হয়ে বলে যে, হ্যাঁ দিছি!!!! (উল্লেখ্য যে, স্বামী এখানে হ্যাঁ সূচক উত্তর বুঝায়নি, বরং তার বিরক্তি প্রকাশ করেছিল মাত্র। যেমনটা মানুষ সচরাচর বিরক্তি প্রকাশ করতে গিয়ে বলে যে, হ্যাঁ ঘোড়ার ডিম দিছি!! বা ইত্যাদি এরকম বোঝাতে চেয়েছে)
এখন আমার প্রশ্ন হচ্ছে স্বামী এভাবে বলার জন্য কি তার এই কথাটিই ধরা হবে? নাকি আগে বা সবসময় যে বলেছে অধিকার দেয়নি সেটিই গ্রহণযোগ্য হবে? এটি কি ইসলামী শরীয়তে পরিবর্তন যোগ্য?
যদি দ্রুত উত্তরটি জানাতেন খুব উপকৃত হতাম হুজুর।