আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুুহ, সম্মানিত শাইখ
১. প্রাণীর ছবিসহ emoji ফতোয়ায় (
https://ifatwa.info/12687/) জেনেছি সেগুলো ব্যবহার না করা উত্তম। কিন্তু বর্তমানে প্রাণীর ছবিসহ অনেক স্ট্রিকার তৈরি হচ্ছে, যেগুলো মানুষ, বিভিন্ন পশু (বিড়াল, কুকুর ইত্যাদি) ছবিসহ টেক্সট লেখা থাকে। এবং সেটা সবাই অনেক বেশি ব্যবহার করেন, emoji ব্যবহার না করলেও.. এমন প্রানীর ছবিসহ স্ট্রিকার ব্যবহার করা কি জায়েজ? এতে কি গুনাহ হবে..
২. ইমোজীর বিকল্প হিসেবে " :/, :), :( " এমন সাইন কি ব্যবহার করা যাবে?
মেহেরবানী করে জানালে উপকৃত হব ইন শা আল্লাহ। জাযাক আল্লাহু খাইরন..