আসসালমুআলাইকুম হুজুর,
https://ifatwa.info/81806/ আগের লিংক।
১. হুজুর বিষয় হলো, আমি একটা ওষধ কোম্পানি তে চাকরী করি। যখন কোনো কাস্টমার আসে তাকে আমাকে কোম্পানির নিয়ম অনুযায়ী নমস্কার বলতে হবে।
আবার কোনো কাস্টমার যখন আমাকে ফোন করবে আমাকে ফোন ধরে শুরুতে নমস্কার বলতে হবে ।
হুজুর আমি কি চাকরির জন্য এই ভাবে কাস্টমার এর সঙ্গে ফোনে কথা বলার শুরুতে নমস্কার বলতে পারি?? বা কোনো কাস্টমার আসলো তখন তাকে নমস্কার বলতে হবে আমি কি তখন নমস্কার বলতে পারি??
২. আমি যদি কাস্টমার কে ফোন এ কথা বলার শুরুতে নমস্কার বলি তাহলে কি আমার ঈমান চলে যাবে?? কাস্টমার কি বললো সেটা বিষয় না আমাকে নমস্কার বলতে হবে পরে যদি নমস্কার এর উত্তর কাস্টমার দেই সেটা কাস্টমার এর বিষয়। কিন্তু আমাকে কাস্টমার আসলে তাকে নমস্কার বলে সম্মধন করতে হবে। এবং ফোন করলে ফোন ধরে নমস্কার বলতে হবে.।
আমি কি চাকরির জন্য নমস্কার বলতে পারবো??
আমার ঈমান চলে যাবে না তো??
৩. আমার বিবেক এ কেমন লাগছে , নমস্কার বললে আমার ঈমান এর কোনো ক্ষতি হবে না তো?? বা গুনহা হবে না তো?
## নমস্কার শব্দের অর্থ।
নম কথাটির অর্থ 'প্রণাম', 'অভিবাদন', 'সম্মাননা' বা 'নত হওয়া'(ঈশ্বরের কাছে) এবং কার কথার অর্থ 'কার্য' বা 'করা' ('কৃ' ধাতুর কর্ম কারক)। অর্থাৎ, নমস্কার কথাটির আভিধানিক অর্থ হল "প্রণাম করা", "সম্মান করা" অথবা "ঈশ্বরের উদ্দেশ্যে নত হওয়া"।।
৪. আমি কি বিনা দ্বিধায় কাস্টমার কে নমস্কার বলতে পারি। শুধুমাত্র চাকরির জন্য?
৪.১ বা কাস্টমার ফোন এ নমস্কার বললো এর উত্তরে আমাকে নমস্কার বলতে হবে কোম্পানি এর নিয়ম তাহলে কি আমি নমস্কার বলতে পারবো??