বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে আবেদীন শামী রাহ বলেনঃ
وقال ابن عابدين في ردالمحتار تحت قوله : "ويسلم المسلم علي أهل الذمة" الخ -لكنَّ ﻓِﻲ اﻟﺸِّﺮْﻋَﺔِ ﺇﺫَا ﺳَﻠَّﻢَ ﻋَﻠَﻰ ﺃَﻫْﻞِ اﻟﺬِّﻣَّﺔِ ﻓَﻠْﻴَﻘُﻞْ: اﻟﺴَّﻼَﻡُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ اﺗَّﺒَﻊَ اﻟْﻬُﺪَﻯ ﻭَﻛَﺬَﻟِﻚَ ﻳَﻜْﺘُﺐُ ﻓِﻲ اﻟْﻜِﺘَﺎﺏِ ﺇﻟَﻴْﻬِﻢْ اﻩـ ﻭَﻓِﻲ اﻟﺘَّﺘَﺎﺭْﺧَﺎﻧِﻴَّﺔ ﻗَﺎﻝَ ﻣُﺤَﻤَّﺪٌ: ﺇﺫَا ﻛَﺘَﺒْﺖَ ﺇﻟَﻰ ﻳَﻬُﻮﺩِﻱٍّ ﺃَﻭْ ﻧَﺼْﺮَاﻧِﻲٍّ ﻓِﻲ ﺣَﺎﺟَﺔٍ ﻓَﺎﻛْﺘُﺐْ اﻟﺴَّﻼَﻡُ ﻋَﻠَﻰ ﻣَﻦْ اﺗَّﺒَﻊَ اﻟْﻬُﺪَﻯ اﻩ (ردالمحتار علي الدرالمختار ج٦:ص٤١٢)
তবে শরীয়তের বিধান হলো, যখন কেউ অমুসলিমকে সালাম প্রদাণ করতে যাবে,সে যেন "আস্সালামু আ'লা মান ইত্তাবা'ল হুদা" বলে,এবং লিখার প্রয়োজন হলে লিখে।তাতারখানিয়া বর্ণিত রয়েছে, ইমাম মুহাম্মদ রাহ বলেনঃ যখন তোমি কোনো ইহুদী বা খৃষ্টান কাছে চিঠি লিখবে,তখন তুমি "আস্সালামু আ'লা মান ইত্তাবা'ল হুদা" লিখে পাঠাবে। (রদ্দুল মুহতার-৬/৪১২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/6520
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি নমস্কারের কোনো জবাবই দেবেন না বা নমস্কারের জবাবে "আসসালামু আ'লা মানিত্তাবা'আল হুদা" বলবেন।