একজন লোক ৫ মাস হলো বিয়ে করেছে। বাড়িতে সে, তার বৃদ্ধা মা, আর স্ত্রী থাকেন। বাড়িতে এই ৩ জনেরই বসবাস। লোকটি প্রায় সারাদিন চাকরি করার সুবাদে বাইরে থাকেন, আর সন্ধ্যায় ফিরেন। এক দিন সন্ধ্যায় বাসায় ফিরে মাগরিব কিংবা এশার পরে খেতে বসেছেন। ভাতের পাত্রে দেখেন প্রয়োজনের তুলনায় অনেক ভাত। তখন তার মা অন্য রুমে শুয়ে ছিলো। আর স্ত্রীও রুমের বাইরে ছিলো। স্ত্রী রুমে আসলে লোকটির মুখ থেকে আকস্মিক একটি বাক্য উচ্চারিত হয়। তখন স্বামী স্ত্রী ছাড়া ঐ রুমে আর কেউ ছিলো না।
বাক্যটি হলোঃ
"মা, সরি বউ/বোন (মুখ থেকে মা বের হওয়ার সাথে সাথে সরি বলে বোন নাকি বউ কোনটা মুখ থেকে বের হয়েছে তা সুস্পষ্ট ছিলো না), এখানে এতগুলো ভাত কার জন্য?"
লোকটি তার স্ত্রীকে রাগ করে কিংবা আদর করে এ কথা বলেনি তা সুনিশ্চিত। স্বাভাবিক ভাবে জিজ্ঞেস করতে চেয়েছিলো। তার স্ত্রীকে মা বলার কোন চিন্তা বা ইচ্ছাই তার মধ্যে ছিলো না। আর এখনো নাই। ঐ সময় ভাতের কথা জিজ্ঞেস করতে গিয়ে মুখ ফসকে প্রথমে মা উচ্চারিত হয়, তাৎক্ষনিকভাবে সাথে সাথেই বাক্যটি বলার আগেই সরি বলে বউ বলতে গিয়ে বউ নাকি বোন উচ্চারিত হয়েছে সেটা সুস্পষ্ট ছিলো না। তবে, প্রথমে যে "মা" উচ্চারিত হয়েছে তা সুস্পষ্ট ছিলো।
বাক্যটি উচ্চারিত হওয়ার পর পরই লোকটির মনে মোচড় দিয়ে উঠে। তারপর তার স্ত্রী মুচকি হেসে আলতো করে তাকে একটি ঘুষি দিয়ে অন্য কাজে চলে যায়।
এমতবস্থায়,
প্রশ্ন ১ঃ উল্লিখিত ঘটনাটি কী যিহার হিসেবে গন্য হবে?
প্রশ্ন ২ঃ যিহার হিসেবে গন্য হলে লোকটির এখন করনীয় কী?
প্রশ্ন ৩ঃ এই ঘটনাটি ঘটেছে ১২ দিন হলো। সে সময় থেকে এখন পর্যন্ত লোকটি মাসয়ালাটি সম্পর্কে স্পষ্ট না হওয়ায় ভয়ে স্ত্রীর সাথে সহবাস করে নাই। এবং স্ত্রী থেকে একটু দূরত্বে থাকার চেষ্টা করছে। তবে, বিভিন্ন সময় হাত ধরা, চুম্বন করা, আলিংগন করা ইত্যাদি করে ফেলেছে। এবং একসাথে এক বিছানায় ঘুমিয়েছে। এতে করে কী লোকটি গোনাহগার হয়েছে? তাহলে, করনীয়?
প্রশ্ন ৪ঃ স্ত্রী তো এ সম্পর্কে কিছুই জানে না। স্বামীর ঐ শব্দের কারনে এবং পরবর্তীতে একত্রে বসবাস করতে থাকার কারনে কী স্ত্রী গোনাহগার হবে? সেক্ষেত্রে স্ত্রীর করনীয় কী?
ইসলামি শরিয়তের আলোকে মাসয়ালাটির সমাধান পেলে লোকটি কৃতজ্ঞ থাকবে, ইনশাআল্লাহ।