জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
সৎ ছেলের প্রতি মায়ের ওয়াজিব কোনো দায়িত্ব নেই। তবে এক্ষেত্রে বাবা তার ২য় স্ত্রীকে আহবান জানাতে পারে সৎ ছেলের দেখাশোনা ও খেদমত করার জন্য।
এক্ষেত্রে সেই ২য় স্ত্রী তার স্বামীর খেদমত আঞ্জাম দেয়ার পাশাপাশি আখলাক গত দিক থেকে সৎ ছেলের খেদমত ও দেখাশোনা খুশির সাথে করবে।
তবে তাহা আবশ্যক নয়।
এটি তার জন্য ঐচ্ছিক।
উক্ত ছেলের বয়স যেহেতু ১১,তক তার শারীরিক খেদমত নয়,বরং ভরনপোষণ ইত্যাদি দিক হতে তার দেখাশোনা করবে।
(০২)
এতে স্ত্রীর গুনাহ হবেনা।
বরং এক্ষেত্রে ছেলেটির জন্য আলাদা বিছানার বিষয়টি স্বামীর মানা আবশ্যক।
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ زَاجٌ ، نَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ ، أَنَا أَبُو حَمْزَةَ الصَّيْرَفِيُّ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ ، نَا عَمْرُو بْنُ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعٍ ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرٍ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ عَبْدَهُ أَمَتَهُ أَوْ أَجِيرَهُ ، فَلَا يَنْظُرُ إِلَى مَا دُونَ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ ، فَإِنَّ مَا تَحْتَ السُّرَّةِ إِلَى الرُّكْبَةِ مِنَ الْعَوْرَةِ
মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শিশুদের সাত বছর বয়সে নামাযের (পড়ার) নির্দেশ দাও। তারা দশ বছর বয়সে পদার্পণ করলে নামাযের জন্য (তা না পড়লে) তাদের দৈহিক শাস্তি দাও এবং তাদের বিছানা পথক করে দাও। আর তোমাদের কেউ নিজের দাসকে বা নিজের শ্রমিককে তার দাসীর সঙ্গে বিবাহ দিলে সে যেন তার নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত অঙ্গের প্রতি না তাকায়। কারণ নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত সতর (অবশ্য আবরণীর অঙ্গ)।
(সুনানে দারা কুতনি ৮৬৩)
(০৩)
সেই পরিবারের পুরুষ সদস্য দের সাথে কথাবার্তা বলতে পারে।
তবে প্রশ্নে উল্লেখিত বিষয়গুলি জায়েজ হবেনা।
(০৪)
আগের তালাককৃত স্ত্রীর চেয়ে আপনার হক কোনো অংশেই কম নয়।
বরং স্ত্রী হিসেবে শরীয়ত কর্তৃক যতটুকু হক নির্দিষ্ট থাকে, আপনার জন্য পরিপূর্ণ হকই থাকবে।
কোনো হক কম করার সুযোগ নেই।