আসসালামু আলাইকুম,
বর্তমান বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যাংকে এলসি (লেটার অফ ক্রেডিট) খুলে। এলসি খুলে এক দেশের সাথে আরেক পণ্যের লেনদেন আদান প্রদান করে। ব্যাংক এখানে একপক্ষের হয় পণ্যের মূল্য পরিশোধ করে দেই। এই কার্যক্রমটি ব্যাংকের সাথে সম্পর্কিত।
একটা কোম্পানিতে কাজ করার জন্য এলসি কাজটা শিখতে হবে। যদি এলসি খোলা হারাম হয় তাহলে এর কাজ শিখা এবং কাজ করাটাও কি হারাম হবে?