আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
151 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত হতদরিদ্র একজন বিধবা মহিলার‌ চিকিৎসার জন্য এবং তার জীবন যাপনের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। তিনি এক সময় গার্মেন্টসে চাকরি করতেন এবং তিনার স্বামীও মানুষের বাড়িতে দারোয়ানের কাজ করতেন। তখন মোটামুটি তাদের অবস্থা সচ্ছল ছিল। গ্রামের বাড়িতে ঘরটি পাকা করে নিয়েছিলেন। একটি ছেলে আছেন। স্বামী মারা যাওয়ার পরে উনাদের যা জমানো টাকা ছিল তা উনি ছেলের পিছনে ব্যয় করেছেন, ছেলে মাকে দেখবে এই আশায়! এখন নিজের বলতে কিছুই নেই তিনার। ছেলেও মাকে মোটেও দেখেন না। ছেলে নিজের পরিবার পরিজন নিয়ে থাকেন। এই মুহূর্তে যে যা অর্থ দিচ্ছেন সেই সাহায্যেই বেঁচে আছেন বৃদ্ধ মহিলা আর উনার পাকা ঘর/বাড়িটিতেই থাকছেন গ্রামে। একেবারেই মানবতার জীবন যাপন করছেন। দুই দিন আগে উনার সাথে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। কয়েকজনের কাছ থেকে উনার জন্য সাহায্য প্রাপ্ত টাকা উনার হাতে তুলে দেওয়া হয় এবং যাত্রা পথে উনার কাছ থেকে টাকাটা ছিনতাই হয়ে যায়।

আমার কাছে এক সময় ব্যাংকে কিছু টাকা জমানো ছিল আর সেই টাকা থেকে সুদ এসেছিল যেটা আমি খাব না বলে নিয়ত করে রেখেছিলাম। একজন হাফেজ হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে এ টাকাটা আমি কাওকে দিতে পারি কী? উত্তরে তিনি বলেছিলেন, এতিম বা মিসকিনকে দিতে পারেন।
আমার প্রশ্নটি হল এই টাকাটা সত্যিই কি আমি এতিম বা মিসকিনকে দিতে পারি? এই অসহায় বৃদ্ধ বিধবা মহিলাটি কি মিসকিনের পর্যায়ে পড়েন? যদি পরেন তবে তিনাকে কি আমি চিকিৎসার জন্য এবং জীবন-যাপনের জন্য ওই সুদের টাকাটা দিতে পারি? আমি এই সুদের টাকার থেকে মোটেও কোন সওয়াবের আশা রাখছি না, তবে উনি অনেক নামাজী মানুষ তাই যদি উনাকে টাকাটা দেওয়া যায় তবে আমি উনাকে বিষয়টা খুলে বলতেও চাচ্ছি না।

দয়া করে উত্তরটি জানাবেন।allah

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবাজনকল্যাণ মূলক কাজে ব্যবহার করবেন(জাদীদ ফেকহি মাসাঈল-৪/৫২) কিংবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

في الشامية:
والحاصل: أنه إن علم أرباب الأموال وجب رده عليهم، وإلا فإن علم عين الحرام لايحل له ويتصدق به بنية صاحبه''. (5/99،مَطْلَبٌ فِيمَنْ وَرِثَ مَالًا حَرَامًا، ط: سعید)   فقط واللہ اعلم

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, আপনার বাবার একাউন্টে জমাকৃত সুদের টাকা আপনি ঐ বৃদ্ধা মহিলাকে দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...