اسلام عليكم
শাইখ,
১)আমার মাঝে মাঝেই উনার সংগে(জাওয) রাগ হয়,মন খারাপের অনেক কারণ থাকে। ইদানিং বেশি খারাপ লাগলে মনে মনে "নফসের উপর তালাক নিলাম" এরকম বললাম একদিন।কিন্তু মনে কোনো ইচ্ছা ছিল না তালাকের। আমি চাইনা কখনো তা হোক। এমনকি তখন রাগের সময়ও মাথায় থাকে যে আর যাই হোক,থাকবো উনার সাথে। সমস্যা হলে কিছুদিন দূরে থাকবো কিন্তু ডিভোর্স না। আর আল্লাহকেও এটাই বলি সব পরিস্থিতিতে যে আমার মনে এরকম কথা আসলে যেন তা তিনি তালাক হিসেবে না নেন। এই যে আমার ইচ্ছা নেই,মনে ডিভোর্সের কোনো ইচ্ছা আসে না কিন্তু মনে মনে রাগে এমন কথা বলে ফেললে কি তালাক কার্যকর হবে?আমি এটা সম্পর্কে জানতাম না। যখন থেকে জানি মাথায় ঢুকে গেছে।
২)আমার জানামতে,কাবিননামায় তালাকের অধিকার লিখা আছে চারটা পয়েন্ট দিয়ে। তবে,সাহেব এ বিষয়ে জানেন না বলেই আমি জানি-যে আমাকে এর অধিকার দিবেন নাকি দিবেন না তা তিনি আমাকে স্পষ্ট করে জানানও নি।তার এ বিষয়ে জানা থাকলে কি "নফসের উপর ডিভোর্স নিলাম" এটা আমার মনে মনে বলার দ্বারা ডিভোর্স হবে? উল্লেখ করেছি আগেও,আমার ভবিষ্যৎ বা বর্তমান কখনোই ইচ্ছা না ডিভোর্স এর। অনেক রাগ হলেও কখনো তার কাছে চাই না তা। তার আরেকটা বিয়ের কথা আমি তুললেও ডিভোর্স কখনো চাই না। আমি এই শব্দটা পছন্দও করিনা। এই বাক্যটা মাথায় চলে আসছিলো রাগের সময়।