ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)পশু -পাখির ফটোগ্রাফি করা না জায়েয ও হারাম।
(২) নিজের পোষা অথবা অন্য কারো পাখি বা বিড়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পিকচার হিসেবে রাখা যাবে না।জায়েয হবে না।
(৩)কোনো মুসলিমা বিপদে পড়লে, এমন পরিস্থিতি যে, আসে পাশে কেউ নেই, সে তার ইজ্জত বা প্রাণ রক্ষার্থে তথা আত্মরক্ষার্থে গায়রে মাহরাম এর গায়ে হাত তুলতে পারবে।
(৪) কোনো অতি বয়স্ক লোক (মুরুব্বী) দাদু/নানু গায়রে মাহরাম নারীর মাথায় হাত রাখলে বা হাত স্পর্শ করলে (কোনো খারাপ উদ্দেশ্যে না বরং দোয়া করলে বা এই ধরণের কিছু) যদি ফিতনার আশংকা না থাকে,তাহলে এমনটা জায়েয হবে।
(৫)গায়রে মাহরাম মুরুব্বী বয়স্ক দাদু/নানু অসুস্থ হলে তাকে সাহার্য্যের উদ্দেশে স্পর্শ করা জায়েয হবে যদি ফিতনার কোনো আশংকা না থাকে।
(৬)মুসলিম নারী সালাত আদায়ের সময় টাখনু পর্যন্ত ঢাকতে হবে। সম্পূর্ণ পা ঢাকার কোনো প্রয়োজনিয়তা নাই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/975