ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শুকরিয়া আদায় মূলক সেজদা জায়েয। এটা রাসূলুল্লাহ সা. থেকে প্রমাণিত রয়েছে। এতে সমস্ত উলামায়ে কেরাম একমত ।
নামায ব্যতীত সেজদা করা ও সেজদায় দু'আ করা, বাহ্যিক দৃষ্টিতে এতে কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে নিয়মিত না করাই উত্তম।এবং সুন্নাত মনে না করাই উচিৎ।(এমদাদুল ফাতাওয়া, ১/৬৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)শুকরিয়া সিজদার মতো নামাজের বাহিরে এমনি এমনি সিজদা করে দোয়া করা যাবে। তবে নিয়মিত এমন আ'মল করা যাবে না।
(২)কবিরা গুনাহ অনেক প্রকারের হতে পারে। ইবনুল জাওযী রাহ এ সম্পর্কে একটি কিতাব লিখেছে।কিতাবটির নাম হল, "আল- কাবায়ির"। এই কিতাবে তিনি সর্বমোট ৭৩ টি গোনাহকে নিয়ে এসেছেন।তবে কবিরা গোনাহ ৭৩ এর মধ্যেও সীমাবদ্ধ নয়। প্রত্যেক কবিরা গোনাহের শাস্তি সমান নয়।বরং এক্ষেত্রে শাস্তির পরিমাণ কমবেশ হবে।
(৩)সকল কবিরাগুনাহের শাস্তি একই রকম হবে।বরং শাস্তির পরিমাণে কম বেশ হবে।কোন গোনাহের শাস্তি বেশী হবে আর কোনটার শাস্তি কম হবে, এটা আল্লাহই ভালো জানেন।