আসসালমুআলাইকুম শায়েখ ,
আমি ওয়াসওয়াসা আক্রান্ত না, আলহামদুলিল্লাহ। আমি তবুও আমাদের ফ্রী কোর্স টা করেছি। এবং সেই পরামর্শ নিয়ে চলছি আলহামদুিল্লাহ । আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বিষয় নিয়ে জানতে চাইছি, আমাকে জবাব দিলে খুবই উপকৃত হব শায়েখ। জবাব পেলে আমার আর কোনো প্রশ্ন করার দরকার হবে না । ইনশাআল্লাহ।
আমার শাশুড়ি আমার স্ত্রী কে বার বার বলছে সে যেনো আমাকে রুটি খেতে দেই, কিন্তু আমি খাচ্ছিলাম না কারণ আমার পেট ভর্তি ছিল, খেতেই পারবনা , খেলে শরীর খারাপ করবে, কিন্তু আমার শাশুড়ি আমার স্ত্রী কে বার বার বলছে এবং বকা ঝকা করছে সে যেনো আমাকে খেতে দেই, দিয়ে আমার স্ত্রী বলছে , আমাকে মা বকছে, তুমি খাওয়া দাওয়া করে নাও দিয়ে ঝামেলা চুকে দাও।
দিয়ে আমার ও রাগ হয়ে গিয়েছে বার বার খেতে বলার জন্য , দিয়ে আমি বলছি আমি খেলে আমার ও ঝামেলা চুকে যাবে , মানে আমি বোঝাতে চেয়েছি আমার ও পেট খারাপ করবে, আমি শেষ হয়ে যাবো। আমি যখন বলেছি """আমি খেলে আমার ও ঝামেলা চুকে যাবে""" এই কথা বলার সময় রাগে তালাকের ভাবনা মাথায় চলে আসে । মনে হলো যেনো ঝামেলা চুকে যাবে কথা টা বলার সময় মনের ভেতরে তালাকের ভাবনা ছিল। শায়েখ
১. """আমি খেলে আমার ও ঝামেলা চুকে যাবে""" এইটা কি কেনায়া বাক্য???
২. তালাকের ভাবনা নিয়ে উপরুক্ত কথা বললে কি তালাক হবে?? উপ রুক্ত বাক্য টি কোনো সর্ত তালাক এর বাক্য হবে??