আসসালামু আলাইকুম, ববর্তমানে বাংলাদেশ এ একটা অনলাইন ট্রেড চালু হয়েছে যার নাম হচ্ছে AI trade (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)। এই AI ট্রেড গুলোর মধ্যে MTFE এখন বেশ জনপ্রিয়। এখানে একাউন্ট খুলতে হয় আরেকজন একাউন্টধারী এর রেফারেন্স কোড ইউজ করে। যার কোড ইউজ করা হবে, ট্রেডে লস হলে তার লস হবেনা,এমন কি কোনো কারণে কোম্পানি স্ক্যাম করলে এই কোড ধারী একাউন্ট তার কোডের আওতাধীন একটা একাউন্ট এরও দ্বায়ভার বা ক্ষতির অংশিদার হবেনা।যার কোড ইউজ করা হয় সে তার মেইন লাভের সাথে যতগুলো একাউন্ট তার আওতায় খুলাতে পারবে সবগুলোর কমিশন পাবে ৩০% হারে একেকটা একাউন্ট এর জন্য।(কিছুটা ডেস্টিনি গ্রুপের মতো) এই MTFE তে একাউন্ট খুলার পরে আর কিচ্ছু করতে হয়না,শুধু AI ট্রানজেকশন অপশন প্রেস করে দিলেই হয়।সপ্তাহে ৩/৪দিন লাভ দেয় এবং লাভের পরিমাণ একাউন্ট এ জমা হয়।পরে এই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে (বাইন্যান্স) বিক্রি করে বিকাশ/নগদে ট্রান্সফার করা হয়।
এখন আমার প্রশ্ন হলো,
(১) MTFE থেকে ইনকাম আসলে হালাল কি না?যেহেতু এটাও এক ধরনের ক্রিপ্টোকারেন্সি।
(২)যদি হালাল হয় তবে, অন্যার একাউন্ট আমার রেফারেন্স কোড দিয়ে খুলার কারনে যে কমিশন পাচ্ছি সেটা হালাল কিনা?