আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
102 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম, ববর্তমানে বাংলাদেশ এ একটা অনলাইন ট্রেড চালু হয়েছে যার নাম হচ্ছে AI trade (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)। এই AI ট্রেড গুলোর  মধ্যে MTFE  এখন বেশ জনপ্রিয়। এখানে একাউন্ট খুলতে হয় আরেকজন একাউন্টধারী এর রেফারেন্স কোড ইউজ করে। যার কোড ইউজ করা হবে, ট্রেডে লস হলে তার লস হবেনা,এমন কি কোনো কারণে কোম্পানি স্ক্যাম করলে এই কোড ধারী একাউন্ট তার কোডের আওতাধীন একটা একাউন্ট এরও দ্বায়ভার বা ক্ষতির অংশিদার হবেনা।যার কোড ইউজ করা হয় সে তার মেইন লাভের সাথে যতগুলো একাউন্ট তার আওতায় খুলাতে পারবে সবগুলোর কমিশন পাবে ৩০% হারে একেকটা একাউন্ট এর জন্য।(কিছুটা ডেস্টিনি গ্রুপের মতো) এই MTFE তে একাউন্ট খুলার পরে আর কিচ্ছু করতে হয়না,শুধু AI ট্রানজেকশন অপশন প্রেস করে দিলেই হয়।সপ্তাহে ৩/৪দিন লাভ দেয় এবং লাভের পরিমাণ একাউন্ট এ জমা হয়।পরে এই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে (বাইন্যান্স) বিক্রি করে বিকাশ/নগদে ট্রান্সফার করা হয়।

এখন আমার প্রশ্ন হলো,

 (১) MTFE থেকে ইনকাম আসলে হালাল কি না?যেহেতু এটাও এক ধরনের ক্রিপ্টোকারেন্সি।

(২)যদি হালাল হয় তবে, অন্যার একাউন্ট আমার রেফারেন্স কোড দিয়ে খুলার কারনে যে কমিশন পাচ্ছি সেটা হালাল কিনা?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছে   

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم يَقُولُ " الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَاتٌ لاَ يَدْرِي كَثِيرٌ مِنَ النَّاسِ أَمِنَ الْحَلاَلِ هِيَ أَمْ مِنَ الْحَرَامِ فَمَنْ تَرَكَهَا اسْتِبْرَاءً لِدِينِهِ وَعِرْضِهِ فَقَدْ سَلِمَ وَمَنْ وَاقَعَ شَيْئًا مِنْهَا يُوشِكُ أَنْ يُوَاقِعَ الْحَرَامَ كَمَا أَنَّهُ مَنْ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ " . حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .
নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছিঃ হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট এবং এ দুটির মাঝে অনেক সন্দেহজনক বিষয় আছে। তা হালাল হবে না হারাম হবে সেটা অনেকেই জানে না। যে লোক এই সন্দেহজনক বিষয়গুলো নিজের দ্বীন এবং মান-ইজ্জাতের হিফাযাতের উদ্দেশ্যে ছেড়ে দেবে সে নিরাপদ হল। যে লোক এর কিছুতে লিপ্ত হল তার হারাম কাজে লিপ্ত হওয়ারও সংশয় থেকে গেল। (উদাহরণস্বরূপ) নিষিদ্ধ এলাকার আশেপাশে যে লোক পশু চড়ায়, তার এতে প্রবেশের ভয় আছে। জেনে রাখ! প্রতিটি সরকারেরই কিছু সংরক্ষিত এলাকা থাকে। সাবধান! আল্লাহ্ তা'আলার সংরক্ষিত এলাকা হল তার হারাম করা বিষয়গুলো'।

- সহীহ, ইবনু মা-জাহ (৩৯৮৪),বুখারী, মুসলিম

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
MTFE থেকে ইনকাম আসলে হালাল কিনা, এই ব্যাপারে বিজ্ঞ উলামায়ের কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 

কেউ কেউ সরাসরি নাজায়েজ বলেন।
,
কেউ কেউ বলেন,
এ জাতীয় ব্যবসা করা শরীয়তের দৃষ্টিতে শর্তসাপেক্ষে জায়েজ হবে, শর্ত হলো সূদী কোনো কার্যক্রমের সাথে এখানে যেনো কোনোভাবেই সংশ্লিষ্টতা না থাকে, কোনো হারাম পন্য ক্রয় বিক্রয় যেনো না হয়,চুক্তিতে লেখা থাকতে হবে যে বিনিয়োগ কারী লাভ লোকসানে শরিক থাকবে,কোনো পক্ষ থেকে ধোকা দেয়ার সম্ভাবনা যেনো না থাকে।

উল্লেখ্য, কিছু উলামায়ে কেরামগন যেহেতু এক্ষেত্রে এটিকে নাজায়েজ বলেছেন,তাই সতর্কতামূলক এমন কার্যক্রমে জড়িত না হওয়া পরামর্শ থাকবে। 
এটিই তাকওয়ার দাবী।

আরো জানুনঃ- 

(০২)
রেফারের ইনকাম হালাল।
তবে রেফারের রেফার হলে সেক্ষেত্রে ইনকাম হালাল হবেনা।

প্রশ্নে উল্লেখিত ছুরতে সরাসরি আপনার রেফারেন্স কোড দিয়ে যে একাউন্ট খুলবে,সেই কমিশন হালাল হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...