জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
এ ধরনের চিন্হ ব্যবহার করা জায়েজ হবেনা। তবে কোনো বস্তুতে এরকম চিন্হ ব্যবহার করে সেই বস্তুই নাজায়েজ হবে,বিষয়টি এমন নহে।
যেমন ঐ ডিজাইনে কোনো কেক বানানো হলো,এক্ষেত্রে ঐ ডিজাইন ব্যবহার নাজায়েজ হবে,তবে সেই কেকে খাওয়া নাজায়েজ হবেনা। বরং জায়েজ হবে।
(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَطۡمَئِنُّ قُلُوۡبُہُمۡ بِذِکۡرِ اللّٰہِ ؕ اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ﴿ؕ۲۸﴾
যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর যিকিরেই মন প্রশান্ত হয়।
(সুরা রা'দ ২৮)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহ,আল্লাহর নামের যেকোনো যিকর করলেই মনে প্রশান্তি চলে আসবে।
তবে যিকির করার সময় কিছু নিয়ম মেইনটেইন করতে হবে।
যিকিরের ক্ষেত্রে বিশেষভাবে কয়েকটি শর্ত পূরণ করা অত্যাবশ্যক। যথা : ১. লোক দেখানোর উদ্দেশ্য থেকে মুক্ত হওয়া।
২. কোনো ব্যক্তির নামাযে বা অন্য কোনো ইবাদতে বিঘ্ন না ঘটানো।
৩. কোনো ব্যক্তির বিশ্রামে সমস্যা না হওয়া।
৪. আওয়াজ স্বাভাবিক হওয়া, চিৎকার করে বা অতিরিক্ত উঁচু আওয়াজে না হওয়া।
৫. সাধারণভাবে এবং সহীহ-শুদ্ধ করে যিকির করা।
,
শায়েখ মাশায়েখ গন বলেছেনঃ
প্রথমে উযূ করে নিতে হবে। তারপর অতি উত্তম পোশাক পরিধান করে, শরীরে সুগন্ধি মেখে, দুই জানু হয়ে নামাযের সুরতে কিবলামুখী হয়ে বসতে হবে।
এখন দুই চোখ বন্ধ করে যিকিরের নিয়্যাত করে ক্বলবের দিকে মনোযোগের সাথে ধ্যান করতে হবে।
হালকা আলো বা অন্ধকারে যিকির করা ভাল। তাতে মন (mind) ও একাগ্রতা (concentration) ভালভাবে চলে আসে। যথাসম্ভব কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ যিকিরের জন্য উত্তম।
,
যিকির করার সময় অমনোযোগী হওয়া যাবে না। অন্তরে খেয়াল করতে হবে যে, আমি আল্লাহ তায়ালাকে দেখতে পাচ্ছি। যদি এ খেয়াল না আসে তাহলে অন্তত মনে করতে হবে, আল্লাহ তায়ালা আমাকে দেখছেন। তিনি আমার যিকির শুনছেন।
(০৩)
সেই কাজ পূরনের জন্য চেষ্টার পাশাপাশি সেই বিষয়ে দোয়া করতে হবে।
এক্ষেত্রে হালাল রিযিক আবশ্যক।
বেশ কিছু মুহুর্ত আছে,যেই সময়ে দোয়া করলে তাহা কবুল হয়।
বিস্তারিত জানুনঃ-
(০৪)
তারা যদি সূদী কারবারের সাথে জড়িত থাকে,সেক্ষেত্রে তাদেরকে বাড়ি ভাড়া দেয়া জায়েজ নেই।
বিস্তারিত জানুনঃ-
(০৫)
বিষয়টি এভাবে ঢালাওভাবে বলা যাবেনা।
এক্ষেত্রে বিধান বিস্তারিত জানুনঃ-
(০৬)
এগুলোর ব্যবহার জায়েজ আছে।
তবে এগুলো ইমোজিতে রুপান্তর হয়ে গেলে সেই ইমোজি ব্যবহার জায়েজ কিনা,তার উপর বিষয়টির হুকুম নির্ভর করবে।
(০৭)
সেই স্রাব যদি এক দিরহাম (বর্তমান ৫ টাকার কয়েন) থেকে কম কাপড়ে লাগে,তাহলে সেই কাপড়ে নামাজ হয়ে যাবে।
তবে এক দিরহাম সমপরিমাণ বা তার চেয়ে বেশি কাপড়ে লাগলে সেই কাপড়ে নামাজ হবেনা।