আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হাসবেন্ড অলমোস্ট দেড় বছর যাবৎ স্ত্রী থেকে দূরে দেশের বাহিরে থাকেন। স্বামী-স্ত্রীর তালাক হয়ে গেছে।
তাদের শারীরিক সম্পর্ক আগে থাকলেও গত এক/দেড় বছর যাবৎ নেই।
১। এখন, স্ত্রীর ইদ্দত কি তিনমাসই তে হবে?
কারণ, তাদের শারীরিক সম্পর্ক তো এক/দেড়বছর
যাবৎ নেই।
২। স্ত্রীকে পারিবারিকভাবে আবার বিয়ে দিতে চাচ্ছে তাড়াতাড়ি এবং যেহেতু স্বামী-স্ত্রীর বছরখানেক যাবত দেখাসাক্ষাৎ নেই,
সেক্ষেত্রে, এই ইদ্দতের সময় নিম্নে কতদিন পালন করা যায় ?