السلام عليكم ورحمة الله وبركاته
শাইখ, আমি একটা call center-এ job করি আপাতত student অবস্থায় নিজের হাত খরচের জন্য,
এর ধরণ মূলত B2B(এক business এর সাথে আরেক business-এর) appointment fixed করে দেওয়া- এই চুক্তি নিশ্চিতকরণের কাজটুকুই আমাদের কাজের ধরণ, উদাহরণবশত, একটা business cleaning এর জন্য client খুঁজি যে কিনা নিজের business-এর পরিষ্কারের জন্য business cleaning types খুঁজে...
এখন এটা রাতের কাজ...দ্বিতীয়ত american'দের একটা policy হচ্ছে তারা যখন দেখে এই ব্যক্তিটার নাম তাদের region-এ familiar না, তখন এই চুক্তির offer-টা নেয় না বিধায় তাদের দেশের নামের সাথে সামঞ্জস্য রেখে একটা নাম রাখতে বলা হয়,
কথার কথা আমার নাম- তানিম, কিন্তু আমাকে পরিচয় দিয়ে বলতে হচ্ছে, 'Hi, my name is Ean/I'm Ean/Hi, this is Ean'; এখন Ean এর অর্থ হচ্ছে 'God is gracious'[মাঝে মধ্যে অন্য নামে নিজেকে পরিচয় দিতে বলে, কারণ এই নামগুলোতেই তাদের account create করা এবং american'দের কাছে acceptable, ভিন্ন নামে স্বাভাবিকভাবেই তারা deal নিতে চাইবে না....নিজের দেশের মানুষ নয়....কে না কে এমন...]
এই প্রেক্ষিতে প্রশ্ন হলো,
১। আমি এরকম ছদ্ম নাম রেখে job'টি করতে পারবো কিনা?, আবার কোথা থেকে বলছি বা কোম্পানির নাম কি বললে, 'I'm calling you from/ and my company name is/ I'm with (সেই দেশের cleaning company'র নাম যাদের appointment create করে দেই অন্য company 'দের সাথে....অথচ আমি একটা call center freelancing type company 'তে job করছি এবং আমার নামও ভিন্ন,-এগুলো কোনো প্রকারের প্রতারণার sector-এ পড়ছে কিনা?
২। অধিকাংশ সময় নারীরা phone call recieve করে এবং কথা বলতে হয় আমাকে নম্র/সুন্দর/আকর্ষণীয় কন্ঠে(gentle & polite),- আর ঐদিক থেকে অনেকে আবার হাশি-খুশিচ্ছলে কথা বলে, হয় তারা receptionist/incharge/manager, আর অনেক সময় পুরুষ ধরে, এখানে অনেকে আবার মন্দভাবেও কথা বলে/treat করে, আবার call ringing এর সময় বা hold এর সময়টুকুতে গান বাজে....- এসবে চাকুরীতে প্রভাব পড়বে কিনা?(জায়েজ-নাজায়েজ / হালাল-হারাম হবে কি না)?
৩। রাতের ৮টা - ভোর ৪টা বিধায় করা যাবে কিনা?-যেহেতু কুরআনে আল্লাহ তায়ালা রাতকে মানুষের ঘুমানোর জন্য সৃষ্টি করা হয়েছে বলেছেন...এতে কোনো প্রকারের অসুবিধা আছে কি না?(এশারের নামাজ জামাতে পড়ে অফিসেই, সময় দেওয়া হয় রাত ১০.৩০টা থেকে)
দ্বিত্বীয়ত, freelancing এর একটা sector আছে SEO(Search Engine Optimization) যার মূল কাজ হচ্ছে dealer-এর প্রয়োজনীয় বিষয় search engine এর top trend এ রাখা-এ বিষয়টা হারাম কাজ তখন হবে যদি সেই website-ই হারাম দ্বারা গঠিত এবং আমি সেটা promote করি- তবে আমার কাজটাই হারাম-এটা সাধারণ বিষয় বুঝে আসে বিধায় বুঝে-শুনে খুঁজে সঠিকগুলো promote & top trend করা...
প্রশ্ন হচ্ছে, SEO 'টা কাজ করার সময় এর আলাদা একটা website আছে যেখান থেকে কাজটা করতে হয়, এখন সেই website-এ ই অনেকসময়(বলতে গেলে থাকেই) অশ্লীল ছবিযুক্ত -বেপর্দা মহিলা ad আসে, এতে করে কি এই ইনকাম টা হারাম হয়ে যাবে? করাটা উচিত হবে?
উত্তরগুলো জানিয়ে উপকৃত করবেন
جزاك الله خيرًا يا شيخ