আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার প্রশ্ন স্বলাত সংক্রান্ত :
আমার সিজার হয়েছে এবং ইনফেকশনের কারণে ডানপাশে সিজারের স্থান সহ ঐ পুরো পাশ ব্যাথা করে আবার কখনো কখনো ফ্রীজ(অবশের মতো) হয়ে যায়। আমার প্রায় তিনমাস সামনের দিকে ঝুঁকা ও নিচু হ‌ওয়ার নিষেধাজ্ঞা ছিল। এখন ইনফেকশনের দরুন সেই সময় আরো বেড়েছে এবং নিষেধাজ্ঞা জোরালো হয়েছে।
কাজেই নিফাস শেষে আমি চেয়ারে বসে নামাজের নিয়ম(শুধু রুকু সিজদার ক্ষেত্রে) গ্রহণ করেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি এখন বসেও থাকতে পারছিনা খুব ব্যথা অনুভূত হয়। এমতাবস্থায় আমি স্বলাতে আমার রুকু সিজদাহ্ কীভাবে আদায় করবো?
আর, তাশাহুদ, দরুদ, দোয়ায় মাসুরা পাঠ করার সময়তো অনেক লম্বা সময় বসে থাকতে হয় আমি এক মিনিটও বসতে পারছিনা এক্ষেত্রে আমি কী করবো?
অনুগ্রহ করে আমার উত্তরটা দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খইরন