মানসিকভাবে বিপর্যস্ত এক ব্যাক্তি স্বপ্নে দেখল যে তার কর্মক্ষেত্রে কিছু চোর ঢুকেছে এবং সেই ব্যাক্তি চোরদের ধরে ফেলে পুলিশে সোপর্দ করতে নিচ্ছে। এই অবস্থায় ঘুম ভেংগে গেল।
এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে ইন্টারনেট গুগলে সার্চ করে প্রথমেই যেই রেজাল্ট পেল সেটার সাথে নিজেকে মিলানোর চিন্তা অটোমেটিকভাবে মাথায় আসল। ব্যাখ্যার সাথে মিল খোঁজার চিন্তা করল। কিছু মিলে গেল কিনা সেটা নিয়ে কিছু ধারণা পোষণ করল ও দ্বিধাদ্বন্দে ছিল। তবে সেটাতে কোনো দৃঢ় ধারণা বা বিশ্বাস পোষণ করেনাই।
পরে খেয়াল করে দেখা গেল সেটা একটা চাইনিজ জ্যোতিষ সাইট। সাথে সাথে ওই ব্যাক্তি সেই সাইট দেখা বন্ধ করল। ঐ ব্যাক্তি তো জ্যোতিষী সংক্রান্ত বিষয়াদি অপছন্দ করে।
ওই সাইটের লিংক/বিষয়বস্তু এই প্রশ্নে উল্লেখ করবে ভেবে আরেকবার ইন্টারনেট সার্চ করে গুগলে ওই সাইটের লিংক এবং কিছু কন্টেন্ট বের করল। পরে সেগুলো এই প্রশ্নে উল্লেখ করা অপ্রয়োজনীয় মনে করে আবার ব্রাউজার বন্ধ করল।
ইন্টারনেট কন্টেন্টের ঐরুপ উৎস খেয়াল না করে সেটা থেকে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে কিছু ধারণা পোষণ করলে ঈমানে কি কোনো সমস্যা হবে? পরবর্তীতে জ্যোতিষ সংক্রান্ত সাইট জানার পরে সেটাকে অর্থহীন এবং অপ্রয়োজনীয় ভাবলে।
সামগ্রিক ঘটনায় কি ঈমানে কোনো সমস্যা হবে?