আসসালামু আলাইকুম, শায়েখ এক বোনকে সাদাস্রাবের মাসালায় বলেছে যে, মাজুর হিশেবে প্রত্যেক ওয়াক্তে ওজু করে নামাজ পড়তে। তিনি প্রত্যেক ওয়াক্তে পেন্টি পড়ে নামাজ পড়েন।
পেন্টি কি প্রত্যেক ওয়াক্তে ধুবে? প্রত্যেক ওয়াক্তে ধুতে থাকে পেন্টি। শুকায়না।
ভিজা পড়ে থাকার কারণে ঠান্ডা লেগে
জ্বর আসে প্রতিদিন।
এক শায়েখ টিস্যু দিতে বলেছে তাও ওয়াসওয়াসা যায়না।
মনে হয় লেগেছে, আর পেন্টি ধুতে থাকে পুরোটা। আর শুকায়না। তিনি জীন জাদুর, ওয়াসওয়াসার পেশেন্ট।
আর প্রত্যেক ওয়াক্তে পেন্টি ১ টা করে ধুয়ার কারণে ক্লান্ত হয়ে গেছে অনেকটাই।
তিনি কি করতে পারবেন?