بسم الله
الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/26822/
নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে
সেনা, নৌ বাহিনী, বিমান বাহিনীর অধিকাংশই যদি ইসলামপন্থি হয়ে যায়,
তাহলে দেশের অবস্থায় আমূল পরিবর্তন
চলে আসবে।
সুতরাং দ্বীনদ্বার
ব্যক্তিবর্গর জন্য এসব বাহিনীতে যোগ দেওয়া
অত্যন্ত অপরিহার্য। বিশেষ করে যাদের ইসলাম নিয়ে চিন্তাভাবনা রয়েছে। যারা ইসলামের স্বার্থকে
সর্বদা মাথায় রাখেন, তাদের জন্য এসব বাহিনী তে যোগ দেওয়া সময়ের দাবী।
শরীয়তের বিধান
হলো সরকারী চাকুরী করা জায়েয। তবে কুরআন হাদীস
বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার কাজ হলে বা এমন কোনো চাকুরী যেখানে গেলে কুরআন-হাদীসকে সঠিকভাবে
অনুসরণ করা যায় না। তাহলে এমন চাকুরী কখনো বৈধ হবে না।
(কিতাবুন নাওয়াজেল ১৭/৫০৪)
পূর্বের কিছু
ফতোয়াতে আমরা উল্লেখ করেছি যে সরকারী নিরাপত্তা বাহিনী তথা সেনাবাহিনী,
পুলিশ ও র্যাব এ চাকরি করা জায়েজ আছে।
তবে চাকরি করতে গিয়ে যদি আল্লাহ ও তাঁর রাসূল, দীন ও শরীয়ত বিরোধী কোন আদেশ জারি করা হয় তাহলে
তা মানা জায়েজ নয়। তবে যদি এমন চাকরি হয়, যার কাজই হলো আল্লাহ ও তাঁর রাসূল এবং দীন ও শরীয়ত
বিরোধী কাজ করা তাহলে এমন চাকরি করা বৈধ হবে না।
হাদীস শরীফে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন-
لا طاعة
لمخلوق في معصية الخالق
'সৃষ্টিকর্তা তথা আল্লাহ তা'আলার অবাধ্যাচরণে কোন মাখলুকের আনুগত্য নেই।'
কোন কোন বর্ণনায়
এসেছে-
انما
الطاعة في المعروف
'ভালো কাজের ক্ষেত্রেই কেবল আনুগত্য হবে।' (সহিহ বুখারী : ৭২৫৭,
সহিহ মুসলিম : ১৮৪০,
সুনানে তিরমিজি)
★সুতরাং সেনাবাহিনীতে যোগদান করতে শরীয়তের দৃষ্টিকোন থেকে কোনো
সমস্যা নেই।
বেতন হালাল
থাকবে। তবে সর্বদা হারাম ও নাজায়েয জিনিষ হতে বেঁচে থাকতে হবে।
নাজায়েজ কাজের আদেশ মানা যাবেনা,
মানলে গুনাহ হবে।
নামাযসহ যাবতীয় ইবাদত আন্তরিকভাবে
পালন করতে হবে।
আরো জানুনঃ
https://www.ifatwa.info/10733/
★ প্রশ্নে উল্লেখিত গুনাহের ক্ষেত্রে নিয়মিত তওবা ইস্তেগফার চালিয়ে
যেতে হবে। যদি আপনি কোন ভাবে উক্ত নিয়মে পরিবর্তন আনতে তথা টাখনুর উপরে ইউনিফর্ম পরতে পারেন ও অন্যান্য বিষয়ে পূর্ণ ইসলাম মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য উক্ত চাকুরী চালিয়ে যাওয়া জায়েয আছে। তবে যদি এগুলো বাধ্যতামূলক হয়, যেমনটি প্রশ্নে উল্লেখ রয়েছে, এবং কোন ভাবেই শরীয়তের নির্দেশ পালন করা সম্ভব না হয় তাহলে এহেন চাকুরী না করে অন্য কোনো শরীয়ত সম্মত
চাকুরী করাই তাকওয়ার দাবী।