আসসালামুয়ালাইকুম হুজুর
আমি মারাত্মক সন্দেহ রোগে আক্রান্ত এবং আমি একজন মেয়ে কিছু প্রশ্ন ছিল, এই বিষয়ে আপনাদের ফ্রি কোর্স দেখেও মনকে শান্ত করতে পারছি না,
১.প্রস্রাব করার পর প্রস্রাবের জায়গা কতবার ধুলে নিশ্চিত হওয়া যাবে যে নাপাকি আর নেই?
২.তেমনি পায়খানা করার পর সেই জায়গা কতবার সাবান দিয়ে ধুতে হবে?
৩.হাত দিয়ে সেসব জায়গা ধোঁয়ার পর আলাদাভাবে সেই হাত কতবার সাবান দিয়ে ধুতে হবে? একবার ধুলে তো সন্দেহ কমে না!
৪.প্রস্রাব লাগা কাপড় শেষবার নিংড়ানোর সময় যতবারি নিংড়ানো হোক না কেন কাপড় থেকে যদি পানি পরতেই থাকে প্রতিবার তাহলে কি কাপড় পাক হবে না?
৫.বিছানায় প্রস্রাব লাগছে কিনা নিশ্চিত না হলে কি সেই বিছানায় শোয়া যাবে? যদিও মনে হয় যে প্রস্রাব লাগছে বিছানায়!
৬.প্রস্রাব ধোঁয়ার সময় শেষবার যখন ধোঁয়া হয় তখন প্যান থেকে পানি একটু ছিটে আসলে শরীর কি নাপাক হয়ে যাবে?
৭.ফরজ গোসল চলার সময় বায়ু বা প্রস্রাব নির্গত হলে গোসল কি আবার শুরু থেকে আদায় করতে হবে?
৮.প্রস্রাব/পায়খানার এসব নাপাকি নিয়ে আমি প্রচুর আতংকে থাকি, প্রস্রাব যাতে কম পায় এরজন্য পানিও কম খাই যাতে বার বার বাথরুমে যাওয়া না লাগে,এসব চাইলেও পাত্তা না দিয়ে থাকা যায় না নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায়না,আল্লাহ কি আমার মতো রোগীদের পানি বা সময় অপচয়ের জন্য পরকালে মাফ করবেন?
জীবন প্রায় ধ্বংস হচ্ছে এসবের জন্য এমতাবস্থায় কি করবো হুজুর?