আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
174 views
in সালাত(Prayer) by (11 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।

১।এস্তেহাজার পর কি গোসল ফরজ হয়?  গোসল  ফরজ হওয়ার পর যদি গোসল না করে সলাত আদায় করে। তাহলে কি  ফরজ গোসল করে পূনঃরায় পূর্বের আদায়কৃত সলাত কাজা করতে হবে?

২।আমার এক প্রতিবেশী দাদি। ওনি একদিন কথার ফাঁকে বলছিলেন, স্ত্রী মারা গেলে স্বামী নাকি পরপুরুষ হয়ে যায়। এজন্য নাকি স্বামীকে স্ত্রীর লাশ দেখতে দেওয়া হয় না৷ এটা কতটুকু সঠিক? আর মৃত স্ত্রীকে কি স্বামী গোসল দেওয়াতে পারবে না?

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইস্তেহাযার পর গোসল ফরয নয়। 

কোনো কারণে গোসল ফরয হওয়ার পর যদি গোসল না করে সলাত আদায় করে। তাহলে ফরজ গোসল করে পূনঃরায় পূর্বের আদায়কৃত সলাত কাজা করতে হবে।

(২)
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার পূর্ব পর্যন্ত, মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি। বরং ইদ্দত শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মৃত স্বামীর সাথে উক্ত স্ত্রীর আংশিক সম্পর্ক এখনো বাকী রয়েছে।যেজন্য স্ত্রী এ সময়ে অন্য কোথাও বিয়ে বসতে পারবে না।যেহেতু মৃত স্বামীর সাথে জীবিত স্ত্রীর অাংশিক সম্পর্ক বাকী এখনো অবশিষ্ট রয়েছে। তাই স্ত্রী মৃত স্বামীকে দেখতে পারবে,স্পর্শ করতে পারবে,এমনকি প্রয়োজনে তাকে গোসল ও দিতে পারবে।

যেমন বর্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাযি থেকে বর্ণিত,
ﺭﻭﻯ ﺍﻹﻣﺎﻡ ﻣﺎﻟﻚ ﻓﻲ ﺍﻟﻤﻮﻃﺄ ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﺃَﺑِﻲ ﺑَﻜْﺮٍ ﺃَﻥَّ ﺃَﺳْﻤَﺎﺀَ ﺑِﻨْﺖَ ﻋُﻤَﻴْﺲٍ ﻏَﺴَّﻠَﺖْ ﺃَﺑَﺎ ﺑَﻜْﺮٍ ﺍﻟﺼِّﺪِّﻳﻖَ ﺣِﻴﻦَ ﺗُﻮُﻓِّﻲَ ﺛُﻢَّ ﺧَﺮَﺟَﺖْ ﻓَﺴَﺄَﻟَﺖْ ﻣَﻦْ ﺣَﻀَﺮَﻫَﺎ ﻣِﻦْ ﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮِﻳﻦَ ﻓَﻘَﺎﻟَﺖْ ﺇِﻧِّﻲ ﺻَﺎﺋِﻤَﺔٌ ﻭَﺇِﻥَّ ﻫَﺬَﺍ ﻳَﻮْﻡٌ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﺒَﺮْﺩِ ﻓَﻬَﻞْ ﻋَﻠَﻲَّ ﻣِﻦْ ﻏُﺴْﻞٍ ﻓَﻘَﺎﻟُﻮﺍ ﻻ ) 
আসমা বিনতে উমাইস রাযি, আবু বকর রাযি, কে মৃত্যু পরবর্তী গোসল দিয়েছিলেন।অতঃপর মুহাজির সাহাবাদের এক জামাতকে মাস'আলা জিজ্ঞেস করে বললেন,আমি রোযাদার, এবং আজকে প্রচন্ড শীত,আমার জন্য কি গোসল করা জরুরী?তারা উত্তরে বললেন,না, গোসল করা জরুরী না।(মুআত্তায়ে মালিক-৪৬৬)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/849


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 367 views
0 votes
1 answer 815 views
...