ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাজের মধ্যে কিছুক্ষণ চোখ বন্ধ করা আবার কিছুক্ষণ চোখ খোলা রাখা যাবে না। নামাজে চোখ বন্ধ রাখা মাকরুহ।
(২)
ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে,
তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্যান্টে যদি ছোট্ট একটা ছিদ্র থাকে,যার আয়তন একটা তাসবিহর দানার সমপরিমাণ। এদ্বারা নামায ফাসিদ হবে না।
(৩)ছিড়া প্যান্টের নিচে হাফপ্যান্ট বা জাঙ্গিয়া পড়ে নামাজ পড়া যাবে।
(৪) দুষ্টামি করে মাথার টুপি টান মেরে খুলে ফেলা উচিৎ না। টুপিকে হেয়পতিপন্ন করার নিয়ত থাকলে এক্ষেত্রে গোণাহ হবে।