আসসালামু আলাইকুম, একটি গুরুত্তপূর্ন মাসালা জানা দরকার।
বর্তমানে মোবাইল, স্মার্টওয়াচ, চাইনিজ পরন্য, কাপড়ের ব্র্যান্ড সব কিছুইর ডিজাইন, বা সিফত, বা এতরের ফাংশন কিছু না কপি করে চাইনিজরা এবং সেগুলো দোকানদার সেল করে। এই সব চাইনিজ ক্লোন পণ্য বিক্রির ক্ষেত্রে মাসা দরকার।
এখানে ৩টি দৃশ্য আছে। কোন ক্ষেত্রে কি মাসালা হবে অনুগ্রহ করে জানাবেন। শুকরিয়া।
,
দৃশ্য ১) Apple ওয়াচ ও মোবাইল এর হুবুহু ক্লোন, তবে ভেতরে মোবাইল খুললে বোঝা সম্ভব যে এটা আসলে ক্লোন। এই ওয়াচ বা মোবাইল Apple না মিয়েই চালিয়ে দিচ্ছে। ৬০ হাজার টাকার স্মার্টওয়াচ ৪০ হাজার টাকায় বিক্রি করতে ও বলছে এটা এপল ওয়াচ। মানুষ প্রতারিত হচ্ছে। এই ক্ষেত্রে মাসালা কি হবে?
.
দৃশ্য ২) মানুষ কে এপলের ক্লোন বলে বিক্রি করা হচ্ছে। যে ভাই এটা আসল ঘড়ি বা মোবাইল না। এটা কপি প্রডাক্ত। ৩ হাজার টাকা দাম। আসলটার দাম ৬০ হাজার টাকা। মানুষ ক্রয় করলো। ওয়াচটি ও মোবাইল দেখতে এপলের মতো, আবার এপল কোম্পানির কপিরাইট করা লোগো ব্যবহার করছে। এই ক্ষেত্রে মাসালা কি হবে?
ক) চায়না কোম্পানি যখন প্রডাকশন করছে তারা কি এটা প্রডাকশন করতে পারবে? তাদের জন্যে হালাল হবে? যেহেতু তারা নিজেদের হাউজে। নিজেদের খরচে বানাচ্ছে।
খ) বাংলাদেশে যারা চায়না থেকে ক্রয় করে বিক্রি করছে তাদের জন্যে কি কপি জিনিষ বিক্রি করার হালাল হবে? এখানে আসল কোম্পানির লোগো থাকাতে কি তাদের অধকার নষ্ট করা হবে?
.
দৃশ্য ৩) চায়না কোম্পানি বানাচ্ছে একই রকম প্রডাক্ট। কিন্তু লোগো ব্যবহার করছে না। তারা নিজেদের ব্র্যান্ডের নামে দিচ্ছে। যেমন Apple Ultra Smartwatch বা iphone 14 এর ডিজাইনের নকল করে বাজারে ছারলো এই নামে, HW Ultra Smartwatch বা HW Phone 14 এবং লোগোটাও পরিবর্তন করে দিলো।
ক) এই ক্ষেত্রে প্রডাকশন কোম্পানি কি উৎপাদন হালাল হবে? যেহেতু তারা নিজেদের খরচেরি বানাঞ্চছে।
খ) বাংলাদেশে সেলার রা চাইনিজদের থেকে ক্রয় করে কি এই ওয়াচ ও মোবাইল বিক্রি করতে পারবে?
----
(বি, দ্র, এখানে একটি প্রশ্ন আসতে পারে। ক্লন ওয়াচ বিক্রি করে আমরা কি Apple প্রতিষ্ঠানের ক্ষতি করছি কিনা। যেই পন্য তারা বিক্রি করতো তা আমরা নিয়ে নিচ্ছি কিনা। এখানে একটি বিষয় উল্লেখ্য যোগ্য যে, যেই ব্যাক্তি ৬০ হাজার টাকার ঘড়ি, যা দেখতে প্রায় ৯৯% এপলের নতো, সে ৩ হাজার টাকায় ক্রয় করে চায়না জেনেই। এই ব্যাক্তি কখনই Apple এর কাস্টমার না। যেই এই ঘড়ি না কিনলেও অন্য ঘড়ি কিনবে কিন্তু ৬০ হাজার টাকা দিয়ে কোন ঘড়ি ক্রয় করবে না। আর যেই ব্যাক্তি ৬০ হাজার টাকা দিয়ে ঘড়ি বা ১ লক্ষ টাকা দিয়ে স্মার্টফোন ক্রয় করে, সে কখনই জেনে শুনে ইচ্ছায় ক্লোন ওয়াচ ক্রয় করবে না। তাই ক্লোন ওয়াচ বিক্রির মাধ্যমে apple প্রতিষ্ঠানের কাস্টমারদের কে অন্যকেউ নিয়ে যাচ্ছে না।)