আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আজকে একটি প্রশ্ন করেছিলাম,জাঝাকিল্লাহ খইরন শাইখ উত্তর দিয়েছিলেন। কিন্তু এরই সাথে প্রশ্নের কিছু পার্ট বাকি রয়ে গিয়েছিল,লিখা পুরো আসেনি কোনো উসিলায়। সেটা আবারও লিখে প্রশ্ন করলাম,হুজুর। আপনার কাছে ক্ষমাপ্রার্থী!
https://ifatwa.info/80636/
মাঝে মাঝে আমি যখন বোরখার পেইজে বোরখার ভিডিও বা ছবি দেখতে যাই,তখন দেখি, পুরুষ ক্রেতা প্রোফাইল থেকে যে রিভিউ পোস্ট করে, এবং তার উয়াইফকে বোরখা পরিধান করিয়ে ভিডিও করে,তা পেইজ কর্তৃপক্ষ পেইজে দিয়ে রাখে,যাতে বোরখার বিষয়ে ভালো কথা শুনে,রিভিউ দেখে অন্যরাও কিনে। আবার ভিডিও করে রিভিউ দিলে মূল্যছাড়/গিফট দেয়। পেইজে পেইজ মালিকরা নিজেদের বানানো ভিডিও দেয়, আবার ঐ রিভিউ ভিডিও ও দেয়।
এভাবে যখন একবার ভিডিও ক্লিক করে দেখি,এটা পুরুষ কারও প্রোফাইলের স্ক্রিনশটের সাথে তার দেয়া রিভিউ,তখন দ্রুত কেটে দেই,আবার চেক করে দেখি আসলেই পুরুষ লোক এর নাম লিখা কিনা। দেখি,পুরুষ লোকেরই নাম লিখা।
১)এখানে আমার সাহেবের বলা যে "পুরুষ প্রোফাইল ঘাটাঘাটি করলে ডিভোর্স", সেটার জন্য কি তালাক পতিত হয়ে যায়?? **যেখানে আমি নিজে কোনো পুরুষ লোকের প্রোফাইলে ক্লিক করে ভেতরে কি আছে না আছে দেখি নি,সে কে জানিওনা শুধু নামটা পড়েছি,কিন্তু বোরখার পেইজ কর্তৃপক্ষ তাদের পুরুষ কাস্টমারের করা বোরখার রিভিউ ভিডিও, তার কমেন্ট/পোস্টের ছবি বা স্ক্রিনশট দেখিয়েছে।
২) মাঝে মাঝে যেসব মেসেঞ্জার গ্রুপে এড আছি,সেখানেও কোনো পুরুষ লোকের প্রোফাইল এর সমালোচনা করে প্রোফাইল থেকে নেয়া পোস্টের স্ক্রিনশট দেয়,বা পুরুষ ভালো লোক কেউ মারা গেলে প্রোফাইলে যে তার নিজের সম্পর্কে about এ লেখা থাকে,সেগুলোর স্ক্রিনশট দিয়ে আফসোস করে। এগুলো দেখে ফেললে,স্ক্রিনশট এ থাকা পোস্টের লেখা পড়ে ফেললে কি তালাক কার্যকর হওয়ার কথা?
৩) সাহেব যে ঘটনার প্রেক্ষিতে বাক্যটা বলেছিলেন,তা ছিলো ফেসবুকের একটা পুরুষ প্রোফাইল এর ঘটনাকে কেন্দ্র করে। এখন যদি ইউটিউব এ কোনো পুরুষের নাম লেখা চ্যানেলের ভিডিও দেখি, বা টেলিগ্রাম এর পুরুষ নাম লেখা চ্যানেল/আইডির লেখা(পোস্ট) পড়ি,তাহলে কি তালাক হয়ে যায়?
আপনার মূল্যবার ফাতওয়ার অপেক্ষায় রইলাম, শাইখ।