১.ভবিষ্যৎ সুচক তালাকের নিয়ত আর শর্ত এই দুইটির মধ্যে আমরা পার্থক্য করবো কিভাবে? এটা কি আমাদের বুঝার উপায় আছে?
যেমন, স্বামী যদি বলে" ওই কাজ করলে তালা* দিয়ে দিবো" বা বউ বলে "কথা না শুনলে তালা* নিয়ে নিবো" এক্ষেত্রে কিভাবে বুঝবো এটা শর্ত হলো? না শর্ত হলো না
২.স্বামী স্ত্রী নিজেরা বিয়ে করেছে, এখন অনুষ্ঠান করে বা দুই পরিবার বসে একসাথে সংসার শুরু করতে চাচ্ছে,
এমন পরিস্থিতি তে, বউ যদি তার স্বামীকে বলে, "জানো তো আমি চাই না আমাদের বড় করে বিয়ে হোক, তাও তোমার পরিবার যদি বলে বড় করে বিয়ে করতেই হবে, এবং মানতে না চায়, তাহলে আমি তালা* নিয়ে নিবো/আলাদা হয়ে যাবো", স্বামীও যদি বলে "আচ্ছা"
এতে কি তালাকের শর্ত হয়ে যায়? না কি শুধু নিয়ত হয়, এখন স্বামীর পরিবার বড় করে বিয়ে রাজি না হলে কি তালা* পতিত হয়েই যাবে?
(স্ত্রীর অধিকার রয়েছে)
৩. বউ মাঝে মাঝে বলো তোমার আমার যদি দেখি তোমার কথা মতো চলতে না পারি,তবে আমি আলাদা হয়ে যাবো, এতে কি শর্ত হয়?
৪. প্রথম প্রশ্নের কথা গুলো স্ত্রী ম্যাসেজে বলেছে, তখন সে আরো কোনো কথা বলে।ফেলেছে কি না, যাতো শর্ত হয় এটা নিয়ে চিন্তা হচ্ছে, তাকে কি এই বিষয়ে জিগ্যেস করা জরুরী?
৫. "তালাক" লিখা সময় কারো যদি তার বউ টর কথা স্মরনে চলে আসো আর তখন যদি সে হ্যা এর মতো করে মাথা নাড়িয়ে ফেলে এতে কি তালা* পতিত হবে?
তার বউকে তালা* দেওয়ার কোনো উদ্দেশ্যই নাই।