আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমার সাহেব প্রচন্ড পসেসিভ,গাইরতবোধের জন্য কিনা জানি না। তিনি আমাকে ফেসবুক বেশি চালাতে না করেছেন। এমনকি এটাও বলেছেন,"পুরুষদের প্রোফাইলে ঢুকলে,আইডি ভিজিট করলে ডিভোর্স।"এই বিষয়ে আরও ফাতাওয়া দেখেছি,তাই শিউর হতে প্রশ্ন করলাম শাইখ শর্তসাপেক্ষ তালাক বিষয় এ।
সম্প্রতি আমাকে একজন পুরুষ ব্যক্তি একটা মেসেজ দেয়,তা মেসেজ রিকোয়েস্ট এ থাকে মানে ডিরেক্ট আমার কাছে আসে না। মাঝে মাঝে মেসেজ রিকোয়েস্ট চেক করি আমি কারণ গুরুত্বপূর্ণ কোন মেসেজ দিতে পারে কেউ,কোনো মেয়ে। ঐ লোকের মেসেজ আমি দেখে রেখে দেই। যেহেতু কথা বলি না পুরুষের সাথে। যদিও ঐ লোক দ্বীন মানে বলে আমার ধারণা,উনাকে চিনি।সে একটা ফাতাওয়ার ফাইল পাঠিয়েছে দেওবন্দ এর। আমি দেখিওনি তা। এরপর আবার মেসেজ রিকোয়েস্ট এ গিয়ে অন্য সময় চেক করি যে আরও মেসেজ দিয়েই যাচ্ছে কিনা উনি। কারণ এটা তো খারাপ। এই যে ঐ লোক আমাকে ডিসটার্ব করছে নাকি একবারই মেসেজ পাঠিয়েছে,এটা দেখতে যে গেলাম মেসেজ রিকোয়েস্ট এ থাকা তার মেসেজ এ।
১) মেসেজ রিকোয়েস্ট র গিয়ে আবারও ঐ লোকের মেসেজ দেখতে যাওয়া যে আরও দিয়েই যাচ্ছে কিনা,এতে কি আমার তালাক কার্যকর হয়ে যায়?
২) আমি যদি উনার মেসেজ এর ঐ দেওবন্দ এর ফাতাওয়ার ফাইল দেখি,তাহলে আমার সাহেবের সাথে বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে?
সাহেবকে এ ব্যাপারে কিছু বলাই যাবে না,কারণ এত রাগী তিনি, দেখা যাবে আরেক বিষয় নিয়ে শর্ত দিয়ে ডিভোর্স এর কথা বলবেন। তাকে বলার চেষ্টা করি,কিন্তু তিনি খুব বিরক্ত হয়েছেন।আপনি সাহায্য করুন আমাকে এ বিষয়ে।
৩)আমার সাহেব তো আমাকে প্রোফাইল দেখার কথা বলেছিলেন, মেসেঞ্জারে মেসেজ দেখা কি পরোক্ষভাবে ফেসবুকে প্রোফাইল দেখার মতো এখানে বর্তায়?যাতে ডিভোর্স হতে পারে,মানে শর্ত পরোক্ষভাবে মানলেও কি তা শর্তের ভেতরে পড়ে?