আমি সাধারণত ইস্তেনজার সময় আলাদা কাপড় ব্যবহার করি এখন যে কাপড় দিয়ে ইস্তেনজা করি ঐ কাপড় এ সমান্য ১ বা ২ ফোটা প্রসাব লাগে কারন আমার অসুস্থতার কারনে প্রসাব করার পরও ২-১ ফোটা পৃরসাব আসে যা কাপড় এ লাগতে পারে এখন এই কাপড়টি যদি লোহার স্টান্ডে রাখা হয় তাহলে লোহার স্টান্ড নাপাক হবে কিনা??
যদি স্টান্ড টা নাপাক হয়ে যায় তাহলে আমার পরিবারের অনেক সদস্য না জানার করনে এখানে কাপড় রাখে তাহলে তাদের কাপড়ও নাপাক হবে??