উস্তায, যে সময়ে নামাজ পড়া জায়েয নেই বা মাকরুহে তাহরীমি। সেটার কথা বুঝাতে চাইনি।
আল ফিকহুল মুয়াসসার আরবি-বাংলা বইয়ে (ইসলামিয়া কুতুবখানারটা) ওই মাকরুহে তাহরিমি ৩ ওয়াক্ত এর দুই পেজ পরে "যে সকল সময়ে নফল নামাজ পড়া মাকরুহ" এই শিরোনামে ১৭টি ওয়াক্ত উল্লেখ করা আছে। যেমন-
১.সুবহে সাদিকের পর ফজরের দু রাকাত সুন্নত ছাড়া অন্য নফল,
২.আসর থেকে সূর্যাস্ত অব্দি,
৩.ফজর থেকে নিয়ে সূর্য উচু হওয়া পর্যন্ত,
৪. প্রাকৃতিক ডাকে সাড়া না দিয়ে তা চেপে রেখে,
৫. ইকামতের সময় ইত্যাদি ইত্যাদি (১৭টি মোটমাট)
pg no - 108 to 109
এবার বুঝাতে পেরেছি মনে হয় শায়খ!