আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি একটু বড় হবে তাই দুঃখিত।
গত এক মাস আগে আমার একটি প্রস্তাব আসে। ছেলের ফ্যামিলি দেখতে আসলে ছেলে আমাকে বলে সে আমার মত নিকাবি মেয়েই চাচ্ছিল। সব ঠিকঠাক ছিল,শুধু বিয়ের ডেট ঠিক করা বাকি। এমন সময় ছেলের ফ্যামিলি আমার আব্বুকে ফোন দিয়ে জানায়,ছেলের ছোট ভাইয়ের সামনে আমাকে নিকাব ছাড়া মিশতে হবে,তার সাথে গল্প হাসাহাসি খাওয়াদাওয়া সব করতে হবে। আমার মত পর্দা নাকি ছেলে পছন্দ করেনা! ছেলের ভাইয়ের সাথে আমি পর্দা করবো শুনে ওদের ফ্যামিলিতে নাকি অশান্তি শুরু হয়েছে ইত্যাদি! এইসব শুনে আমার বাবা প্রচণ্ড রেগে যায়,যেহেতু সে আগে থেকেই আমার এমন পর্দা পছন্দ করতো না। বাবা আমাকে জানিয়ে দেয় যে আমাকে এইরকম এক্সট্রিম পর্দা ছাড়তে হবে এবং এখানেই বিয়ে করতে হবে। আমি 6মাস আগে অনার্স শেষ করে বাসায় এসেছি। আমার পরিবার সামর্থ্যবান ,তাই আমার বাইরে জব করার কোনো ইচ্ছা ছিল না। এইসব নিয়ে পর্যন্ত বাবা রাগারাগি করে,কেনো জব করবো না? এইটা কোন ধরনের পর্দা? আমার মাথায় আকাশ ভেঙে পড়ে,প্রচণ্ড ভেঙে পড়ি আমি। এরপর আমি ডিসিশন নেই যেভাবেই হোক এখানে বিয়ে করবো না,এভাবে আমি আগুনে ঝাঁপ দিতে পারিনা। উল্লেখ্য,আমি সব আত্মীয় গায়রে মাহরাম এর সামনে নিকাব শুরু করার পর থেকে বাবা প্রচণ্ড বিরক্ত এবং সবসময় মা কে এসব নিয়ে খুব মেন্টাল প্রেসার দিতো। আমি এসব কিছুই জানতাম না।
যাই হোক,এরপর আমি এখানে বিয়ে না করার বিষয়টা বাবাকে জানাই এবং সে প্রচন্ড রেগে যায় আমার উপর। বাবার সাথে জীবনে প্রথম আমি উচ্চস্বরে কথা বলি কারণ বাবা আমার সাথে প্রচণ্ড তর্ক এবং খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিলো আমার এই পর্দা নিয়ে। সে কিছুতেই আমার এই পর্দা মানতে নারাজ এবং আমাকে পর্দা শিথিল করে এখানেই বিয়ে করতে হবে। শেষে আমি কান্নাকাটি করে রুম থেকে চলে আসি আর বিয়ে না করার ডিসিশনে শক্ত থাকি। প্রথমে মা আমার পাশে না থাকলেও পরে মা,বোন,পরিবারের সবাই আমাকে সাপোর্ট করা শুরু করে এবং বাবা বাধ্য হয়ে এই বিয়ে ক্যান্সেল করে। কিন্তু তারপর থেকে বাবা পুরো চেঞ্জ হয়ে যায়,পরিবারের সবার সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং অন্য রুমে থাকা শুরু করে। আমরা সবাই অনেক চেষ্টা করেছি বাবাকে বুঝানোর যে সে কোথায় ভুল করেছে,কিন্তু সে খুবই একরোখা মানুষ। সারাজীবন কেউ তার কোনো কথার বাইরে চলেনি,হোক সেটা ন্যায় বা অন্যায়। জীবনে প্রথম কেউ তার কথার বাইরে গেলো এবং এটা সে কিছুতেই মানতে পারেনা।
সব মিলিয়ে আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। আমি প্রতিদিন পার করছি ডিপ্রেশনের মধ্য দিয়ে। আমার একবার মনে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাই,পর্দা করে কোনো জব খোঁজার চেষ্টা করি! আমি খুব অসহায় হয়ে গিয়েছি। আমাকে পরামর্শ দিন উস্তায! আমি কি এই বিয়ে না করে ভুল কিছু করেছি? তারা জানিয়ে দিয়েছিল আমার পর্দা তারা মানবে না এবং আমার বাবাকে অনেক উল্টাপাল্টা কথা বলে বাবার আরো ব্রেনওয়াশ করে ফেলছে যে আমি বাড়াবাড়ি পর্দা করি! আমি কি এখানে বিয়ে করে আগুনে ঝাঁপ দিতাম না? দিনদিন আমার বাসায় থাকার মতো অবস্থা শেষ হয়ে যাচ্ছে। আমি কি করতে পারি? আমি খুবই অসহায় অবস্থায় আছি। আমাকে নাসিহা দিন!
আসলেই একটা মেয়ের পর্দা কেমন হওয়া দরকার? গায়রে মাহরাম এর সামনে কিভাবে চলা দরকার? কিভাবে মেশা দরকার? আমি কি ভুল কিছু করছি?