ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হজ্বের জন্য জমানো টাকা দ্বারা গরীবদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে। যদি আপনার আর্থিক অবস্থার উন্নতির কারণে আপনার উপর হজ্ব ফরয থাকে, তাহলে আপনাকে অবশ্যই ফরয হজ্ব আদায় করতে হবে। আর যদি আপনার উপর হজ্ব ফরয না থাকে, এবং জমানো টাকাও এই পরিমাণ না হয় যে, আপনার উপর হজ্ব ফরয হবে, তাহলে মানুষকে সাহায্য সহযোগিতা করার পরও আপনার উপর হজ্ব ফরয থাকবে না। পরবর্তীতে অার্থিক অবস্থার উন্নতি হলেই কেবল তখন হজ্ব ফরয হবে।নতুবা হজ্ব ফরয হবে না।
(২)
মাথা আঁচড়ানোর পরে যে চুল গুলো চলে আসে,এই চুলগুলো জমিয়ে পানিতে ফেলে দিবেন। অসম্মানজনক কোনো স্থানে ফেলবেন না।
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ( ﻛَﺴْﺮُ ﻋَﻈْﻢِ ﺍﻟْﻤَﻴِّﺖِ ﻛَﻜَﺴْﺮِﻩِ ﺣَﻴًّﺎ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,মৃত মানুষের হাড্ডি ভাঙ্গা জীবিত মানুষের হাড্ডি ভাঙ্গার সমতূল্য। (মসনদে আহমদ-২৪৭৩০,সুনানু আবি দাউদ-৩২০৭,সুনানু ইবনি মা'জা-১৬১৬)